Advertisement
০৫ নভেম্বর ২০২৪

কমনওয়েলথে ভারতের সোনার দিনে পদক জিতলেন যাঁরা

একুশতম কমনওয়েলথের দশম দিনটা সোনায় মোড়া হয়ে থাকল ভারতের জন্য। একটা, দুটো নয়, শনিবারের কমনওয়েলথে পর পর আটটি সোনা পেল ভারত। সঙ্গে একাধিক রুপো এবং ব্রোঞ্জ। এক নজরে দেখে নেওয়া যাক এ দিন কারা কারা পদক পেলেন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৮ ১৬:৪৮
Share: Save:
০১ ১০
একুশতম কমনওয়েলথের দশম দিনটা সোনায় মোড়া হয়ে থাকল ভারতের জন্য। একটা, দুটো নয়, শনিবারের কমনওয়েলথে পর পর আটটি সোনা পেল ভারত। সঙ্গে একাধিক রুপো এবং ব্রোঞ্জ। এক নজরে দেখে নেওয়া যাক এ দিন কারা কারা পদক পেলেন।

একুশতম কমনওয়েলথের দশম দিনটা সোনায় মোড়া হয়ে থাকল ভারতের জন্য। একটা, দুটো নয়, শনিবারের কমনওয়েলথে পর পর আটটি সোনা পেল ভারত। সঙ্গে একাধিক রুপো এবং ব্রোঞ্জ। এক নজরে দেখে নেওয়া যাক এ দিন কারা কারা পদক পেলেন।

০২ ১০
দিনের প্রথম সোনা পান মেরি কম। ৪৮ কেজি বিভাগে সোনা জিতলেন তিনি। ছবি: পিটিআই।

দিনের প্রথম সোনা পান মেরি কম। ৪৮ কেজি বিভাগে সোনা জিতলেন তিনি। ছবি: পিটিআই।

০৩ ১০
ঘণ্টা খানেকের মধ্যে দ্বিতীয় সোনা আসে সঞ্জীব রাজপুতের হাত ধরে। ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে সোনা জেতেন তিনি। ছবি: রয়টার্স।

ঘণ্টা খানেকের মধ্যে দ্বিতীয় সোনা আসে সঞ্জীব রাজপুতের হাত ধরে। ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে সোনা জেতেন তিনি। ছবি: রয়টার্স।

০৪ ১০
বক্সিংয়ে ৫২ কেজি বিভাগে দেশকে দিনের তৃতীয় সোনা এনে দেন গৌরব সোলাঙ্কি। ছবি এএফপি।

বক্সিংয়ে ৫২ কেজি বিভাগে দেশকে দিনের তৃতীয় সোনা এনে দেন গৌরব সোলাঙ্কি। ছবি এএফপি।

০৫ ১০
এর পরেই সোনা আসে নীরজের হাত ধরে। ইতিহাস গড়ে জ্যাভেলিনে দেশকে প্রথম সোনা এনে দেন নীরজ চোপড়া। ছবি: পিটিআই।

এর পরেই সোনা আসে নীরজের হাত ধরে। ইতিহাস গড়ে জ্যাভেলিনে দেশকে প্রথম সোনা এনে দেন নীরজ চোপড়া। ছবি: পিটিআই।

০৬ ১০
দিনের চতুর্থ সোনা এবং ভারতের পঞ্চাশতম পদকটি আসে সুমিত মালিকের হাত ধরে। ৬২ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে সোনা জেতেন তিনি। ছবি: টুইটার।

দিনের চতুর্থ সোনা এবং ভারতের পঞ্চাশতম পদকটি আসে সুমিত মালিকের হাত ধরে। ৬২ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে সোনা জেতেন তিনি। ছবি: টুইটার।

০৭ ১০
এর কিছু ক্ষণের মধ্যেই ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে সোনা পান বিনেশ ফোগত। ছবি: পিটিআই।

এর কিছু ক্ষণের মধ্যেই ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে সোনা পান বিনেশ ফোগত। ছবি: পিটিআই।

০৮ ১০
দিনের সপ্তম ও শেষ সোনাটি আসে মণিকা বাত্রার হাত ধরে। সিঙ্গলস টেবল টেনিসে সিঙ্গাপুরের প্রতিদ্বন্দ্বীকে স্ট্রেট সেটে হারিয়ে সোনা জেতেন তিনি। ছবি: এএফপি।

দিনের সপ্তম ও শেষ সোনাটি আসে মণিকা বাত্রার হাত ধরে। সিঙ্গলস টেবল টেনিসে সিঙ্গাপুরের প্রতিদ্বন্দ্বীকে স্ট্রেট সেটে হারিয়ে সোনা জেতেন তিনি। ছবি: এএফপি।

০৯ ১০
দিনের অষ্টম সোনা এনে দেন বিকাশ কৃষ্ণণ। বক্সিংয়ের ৭৫ কেজিতে সোনা জেতেন তিনি। ছবি: পিটিআই।

দিনের অষ্টম সোনা এনে দেন বিকাশ কৃষ্ণণ। বক্সিংয়ের ৭৫ কেজিতে সোনা জেতেন তিনি। ছবি: পিটিআই।

১০ ১০
এ ছাড়াও এ দিন একাধিক পদক জেতে ভারত। বক্সিংয়ের ৪৯ কেজিতে রুপো পান অমিত পাঙ্গাল, ৬০ কেজিতে মণীশ কৌশিক। ৬২ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে ব্রোঞ্জ পান সাক্ষী মালিক। ৮৬ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে ব্রোঞ্জ পান সোমবীর। অশ্বিনী পোনাপ্পা, সিক্কি রেড্ডি জুটি ব্যাডমিন্টনের ডাবলসে ব্রোঞ্জ পান। স্কোয়াশে রুপো জেতেন দীপিকা পাল্লিকাল, সৌরভ ঘোষাল জুটি। ছেলেদের টেবল টেনিসের ডাবলস বিভাগে ব্রোঞ্জ জেতে ভারত। ছবি: এএফপি।

এ ছাড়াও এ দিন একাধিক পদক জেতে ভারত। বক্সিংয়ের ৪৯ কেজিতে রুপো পান অমিত পাঙ্গাল, ৬০ কেজিতে মণীশ কৌশিক। ৬২ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে ব্রোঞ্জ পান সাক্ষী মালিক। ৮৬ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে ব্রোঞ্জ পান সোমবীর। অশ্বিনী পোনাপ্পা, সিক্কি রেড্ডি জুটি ব্যাডমিন্টনের ডাবলসে ব্রোঞ্জ পান। স্কোয়াশে রুপো জেতেন দীপিকা পাল্লিকাল, সৌরভ ঘোষাল জুটি। ছেলেদের টেবল টেনিসের ডাবলস বিভাগে ব্রোঞ্জ জেতে ভারত। ছবি: এএফপি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE