Advertisement
২২ নভেম্বর ২০২৪
Hardik Pandya and Lionel Messi

বিশ্বজয়ের ১৬ দিন পর বরোদায় হার্দিক-বরণ, মেসিদের কোপা জয়ের উৎসবে অশান্তি আর্জেন্টিনায়

বিশ্বজয়ের ১৬ দিন পর বরোদায় ফিরলেন হার্দিক। তাঁকে বরণ করে নিতে রাস্তায় নেমেছিলেন অসংখ্য মানুষ। অন্য দিকে, আর্জেন্টিনার বুয়েনস এয়র্সে মেসিদের কোপা জয়ের উৎসব পরিণত হল হিংসায়।

picture of Hardik Pandya and Lionel Messi

(বাঁদিকে) বরোদা হার্দিক পাণ্ড্য এবং কোপা ফাইনালে মেসি। ছবি: পিটিআই এবং রয়টার্স।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ২৩:০৯
Share: Save:

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ১৬দিন পর সোমবার বরোদায় ফিরলেন হার্দিক পাণ্ড্য। বিশ্বজয়ী দলের সহ-অধিনায়ককে বরণ করে নিল তাঁর শহর। অন্য দিকে, লিয়োনেল মেসিরা কোপা আমেরিকা জেতার পর বুয়েনস এয়র্সে উৎসবে মাতলেন আর্জেন্টিনার ফুটবলপ্রেমীরা। তবে সেই উৎসবকে কেন্দ্র করে তৈরি হল অশান্তি।

বিশ্বকাপ জেতার প্রায় সাড়ে চার দিন পর দেশে ফিরেছিল ভারতীয় দল। তার পর এত দিন মুম্বইয়েই ছিলেন হার্দিক। অনন্ত অম্বানী-রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে সোমবার নিজের বাড়ি ফিরেছেন হার্দিক। তাঁকে স্বাগত জানাতে বিশেষ ব্যবস্থা করে তাঁর শহরের মানুষ। বিমানবন্দর থেকে বাড়ি যাওয়ার জন্য হার্দিকের জন্য ব্যবস্থা করা হয় হুড খোলা বাসের। তাঁকে দেখতে অসংখ্য মানুষ ভিড় করেছিলেন বরোদার রাস্তায়। তাঁদের কারও হাতে ছিল জাতীয় পতাকা। আবার কেউ পরে এসেছিলেন ভারতীয় ক্রিকেট দলের জার্সি। হার্দিকের গায়েও ছিল ভারতের জার্সি। তবে তিনি পরেছিলেন এক দিনের ক্রিকেটের জার্সি। বরোদাবাসীর হার্দিককে বরণ করে নেওয়ার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

অন্য দিকে, কলম্বিয়াকে হারিয়ে আর্জেন্টিনা রেকর্ড ১৬ বার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হতেই রাস্তা নেমে পড়েন হাজার হাজার ফুটবল সমর্থক। রাজধানী বুয়েনস এয়র্সের রাস্তায় তিল ধারণের জায়গাও ছিল না। আর্জেন্টিনার জাতীয় পতাকা, মেসি-অ্যাঙ্খেল দি মারিয়ার ছবি, জাতীয় দলের জার্সি পরে গভীর রাতেই উৎসবে মাতেন আর্জেন্টিনার ফুটবলপ্রেমীরা।

সকাল হওয়ার পরও শহরের প্রধান রাস্তা ছিল হাজার হাজার মানুষের দখলে। পুলিশের অনুরোধেও রাস্তা খালি করে করার আগ্রহ দেখা যায়নি উৎসবমুখর মানুষের। শেষে বিশাল পুলিশ বাহিনী জলকামান নিয়ে এসে রাস্তা খালি করে। নামানো হয় ‘রায়ট পুলিশ’ও (দাঙ্গা দমনকারী পুলিশ)। পুলিশের এই আচরণে পরিস্থিতি কিছুটা অশান্ত হয়ে ওঠে। অনেকে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়েন। ঘটনায় কয়েক জনের ছোটখাট আঘাত লাগলেও গুরুতর কিছু হয়নি।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy