বইয়ে গম্ভীরকে নেতিবাচক বলেছেন আপটন। —ফাইল চিত্র।
ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর মানসিক ভাবে নেতিবাচক, নিরাশাবাদী একজন মানুষ। সব সময়ে নিরাপত্তাহীনতায় ভোগেন।
ভারতের প্রাক্তন মনোবিদ প্যাডি আপটন তাঁর নতুন বই ‘দ্য বেয়ারফুট’-এ এই ভাবেই ব্যাখ্যা করেছেন গম্ভীরকে। যদিও ভারতের প্রাক্তন বাঁ হাতি ওপেনার আপটনের এ হেন মতামতে খারাপ কিছু দেখছেন না।
আপটনের লেখা প্রসঙ্গে গম্ভীর বলেন, ‘‘আমি নিজেকে বিশ্বসেরা এবং ভারতকেও বিশ্বের সেরা দল হিসেবে দেখতে চেয়েছিলাম। সেই কারণেই ১০০ রান করার পরেও আমি সন্তুষ্ট হতাম না। প্যাডির বইতেও তা লেখা রয়েছে। এর মধ্যে আমি অন্যায় কিছু দেখছি না। আমি নিজের মান বাড়ানোর চেষ্টা করতাম।’’ আপটন লিখেছেন, ‘‘আমি যাঁদের সঙ্গে কাজ করেছি তাঁদের মধ্যে গৌতম গম্ভীর মানসিক দিক থেকে দুর্বল প্রকৃতির এবং নিরাপত্তাহীনতায় ভোগা এক জন ক্রিকেটার। গম্ভীর ১৫০ রান করেও হতাশ থাকত। কারণ ও ২০০ রান করতে পারেনি।’’
আরও খবর: নাইটদের তীব্র আক্রমণ, দলের সংস্কৃতি নিয়েই প্রশ্ন তুলে দিলেন গম্ভীর
আরও খবর: আরসিবি-রাজস্থান ম্যাচ ভেস্তে যাওয়ায় কতটা লাভ হল নাইটদের?
২০০৯ সালে বর্ষসেরা আন্তর্জাতিক ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছিলেন গম্ভীর। সেই সময়ে বাঁ হাতি ওপেনারের সঙ্গে কাজ করেছিলেন আপটন। তখন গম্ভীরের সঙ্গে সেরা সেশন করলেও, তা গম্ভীরের উপরে বিশেষ প্রভাব ফেলতে পারেনি। আপটন আরও লিখেছেন, ‘‘সন্দেহাতীত ভাবে গম্ভীর বিশ্বের অন্যতম সেরা একজন টেস্ট ব্যাটসম্যান।’’ আপটন ২০১১ বিশ্বকাপ ফাইনালের উল্লেখ করেছেন। সেবারের ফাইনালে গম্ভীরের অনবদ্য ইনিংস আজও ক্রিকেটপাগলদের স্মৃতিতে জীবন্ত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy