Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Shot Put

খুনের অভিযোগে প্রাক্তন শটপাটার গ্রেফতার

১৯৮৩ সালে কুয়েতে অয়োজিত এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন ইকবাল।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২০ ০৫:৪৫
Share: Save:

স্ত্রী ও মাকে খুনের অভিযোগে এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী ভারতের প্রাক্তন শটপাটার ইকবাল সিংহ যুক্তরাষ্ট্রে গ্রেফতার হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রচারমাধ্যম জানাচ্ছে, ৬২ বছর বয়সি ইকবাল থাকেন পেনসিলভেনিয়ায়। সেখানকার পুলিশকে রবিবার সকালে ডেকে তিনি নিজের অপরাধের কথা স্বীকার করেন। সেই সময় ইকবাল নিজেও আহত ছিলেন। মনে করা হচ্ছে, নিজেকে ছুরি মারার চেষ্টা করেছিলেন তিনি। বাড়িতে দুই মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এর পরেই তাঁকে গ্রেফতার করা হয়।

১৯৮৩ সালে কুয়েতে অয়োজিত এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন ইকবাল। তাঁর খেলোয়াড় জীবনে এটিই সব চেয়ে বড় জয়। এর পরেই তিনি যুক্তরাষ্ট্রে যান। সেখানে ট্যাক্সি চালকের কাজ করতেন ইকবাল। মার্কিন প্রচারমাধ্যম তাই জানাচ্ছে।

অন্য বিষয়গুলি:

Shot Put Iqbal Singh Murder Crime Crime Cases
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE