Advertisement
২৫ নভেম্বর ২০২৪
Alejandro Sabella

অনেক কিছু শিখেছি, সাবেয়ার প্রয়াণে শোকবার্তা মেসির

পারিবারিক সূত্রে জানানো হয়েছে, গত কয়েক বছর ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন।

স্মৃতি: ২০১৪ বিশ্বকাপে কোচ সাবেয়ার সঙ্গে মেসি। টুইটার

স্মৃতি: ২০১৪ বিশ্বকাপে কোচ সাবেয়ার সঙ্গে মেসি। টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২০ ০৪:২৩
Share: Save:

দিয়েগো আর্মান্দো মারাদোনার আকস্মিক প্রয়াণের ধাক্কা সামলে ওঠার আগেই আর্জেন্টিনা ফুটবলে ফের শোকের ছায়া। চলে গেলেন ২০১৪ বিশ্বকাপে রানার্স আর্জেন্টিনা দলের কোচ আলেখান্দ্রো সাবেয়া। বয়স হয়েছিল ৬৬ বছর।

পারিবারিক সূত্রে জানানো হয়েছে, গত কয়েক বছর ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন। বিশেষ করে, হৃদযন্ত্রের সমস্যা একদা ইংল্যান্ডের শেফিল্ড ইউনাইটেড এবং লিডস ইউনাইটেডের হয়ে খেলা এই মিডফিল্ডারকে। গত ২৫ নভেম্বর মারাদোনার মৃত্যুর দিনই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় শ্বাসকষ্টের সমস্যার জন্য। সোমবার রাত থেকে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটতে থাকে। মঙ্গলবার ভারতীয় সময় গভীর রাতে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন বিবৃতি দিয়ে জানায়, জীবনাবসান হয়েছে সাবেয়ার। কার্লোস বিলার্দোর পরে তিনিই শেষ কোচ, যিনি বিশ্বকাপ-মঞ্চে ফাইনালে নিয়ে গিয়েছিলেন আর্জেন্টিনাকে।

ক্যাম্প নুতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জুভেন্টাসের বিরুদ্ধে খেলতে নামার আগে সেই দুঃসংবাদ পৌঁছয় লিয়োনেল মেসির কানে। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে তিনিই ছিলেন জাতীয় দলের অধিনায়ক। প্রয়াত কোচের সঙ্গে নিজের ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে মেসি একটি আবেগঘন বার্তা দেন। তিনি লেখেন, “আপনার সঙ্গে অনেক মুহূর্ত ভাগ করে নেওয়াটা ছিল আমার কাছে দারুণ আনন্দের। মানুষ হিসেবে সাবেয়া ছিলেন অসামান্য ব্যক্তিত্ব এবং একই সঙ্গে পুরোদস্তর পেশাদার। তিনি আমার ফুটবলজীবনকে করেছেন সমৃদ্ধ এবং তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি। গোটা বিশ্বকাপেই তাঁর সঙ্গে সময় কাটানোর অনেক সুন্দর স্মৃতি রয়ে গিয়েছে। তাঁর পরিবার এবং বন্ধুদের প্রতি রইল সমবেদনা।”

২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনা দলে ছিলেন সের্খিয়ো আগুয়েরোও। ম্যান সিটি স্ট্রাইকার টুইট করেছেন, “আরও একটা দুঃখজনক খবর। আপনি যে আমাদের প্রতি আস্থা রেখেছিলেন,তার জন্য ধন্যবাদ। কী ভাবে দলকে অনুপ্রাণিত করতে হয়, তা আপনি আমাদের শিখিয়েছেন কোচের পোশাকে নয়, শিক্ষকের মতো ধৈর্য এবং প্রজ্ঞা নিয়ে।” প্রাক্তন তারকা হাভিয়ের মাসচেরানো টুইট করেন, “আপনি শিখিয়েছিলেন কী ভাবে সামনের পথগুলো অতিক্রম করতে হয়।” সত্তরের দশকে মিডফিল্ডার হিসেবে সাবেয়া নজর কেড়েছিলেন রিভার প্লেট ক্লাবের হয়ে খেলার সময়। সেখান থেকে পাড়ি দেন ইংলিশ প্রিমিয়ার লিগে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলার জন্য। এর পর যোগ দেন লিডস ইউনাইটেডে। কিন্তু তার পরেই ফিরে আসেন নিজের দেশে।

অন্য বিষয়গুলি:

Alejandro Sabella Argentina Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy