Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Xavi Hernandez

Xavi Hernandez: বার্সেলোনায় প্রত্যাবর্তন নিয়ে মুখে কুলুপ জাভির

জাভি এই মুহূর্তে আল সাদের কোচ। বার্সার প্রাক্তন কিংবদন্তি মিডফিল্ডারের সঙ্গে কাতারের ক্লাবের চুক্তি শেষ হবে ২০২২ বিশ্বকাপের পরে।

ভরসা: জ়াভির নেতৃত্বেই ঘুরে দাঁড়ানোর আশায় বার্সা।

ভরসা: জ়াভির নেতৃত্বেই ঘুরে দাঁড়ানোর আশায় বার্সা। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২১ ০৮:৫৬
Share: Save:

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বার্সেলোনা নাকি জাভি হার্নান্দেসকে নিশ্চিত করে ফেলেছে। স্পেনীয় প্রচারমাধ্যমের দাবি, এখন শুধু চূড়ান্ত সইসাবুদের কাজটা বাকি! যদিও জাভি স্বয়ং সেই প্রসঙ্গই এড়িয়ে যাচ্ছেন!

জাভি এই মুহূর্তে আল সাদের কোচ। বার্সার প্রাক্তন কিংবদন্তি মিডফিল্ডারের সঙ্গে কাতারের ক্লাবের চুক্তি শেষ হবে ২০২২ বিশ্বকাপের পরে। স্পেনের প্রচারমাধ্যমে অবশ্য লেখা হচ্ছে, ৪১ বছর বয়সি প্রাক্তন বার্সা মহাতারকার ক্যাম্প ন্যুতে ম্যানেজার হিসাবে ফেরার ক্ষেত্রে আল সাদ বাধা হয়ে দাঁড়াবে না। জ়াভি ২০১৫ পর্যন্ত বার্সাতেই খেলেছিলেন। যে মরসুমে লিয়োনেল মেসিরা ত্রিমুকুট জেতেন। জ়াভির সময়ে ক্যাম্প ন্যুর ঘরে উঠেছিল আটটি লা লিগা খেতাব। একইসঙ্গে চার বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ট্রফিও। বরখাস্ত হওয়া রোনাল্ড কোমানের জায়গায় কিংবদন্তি বার্সা তারকার ম্যানেজার হয়ে আসার সম্ভাবনা উজ্জ্বল হওয়ায় ক্লাব-সমর্থকদের মধ্যে ইতিমধ্যেই তুমুল উৎসাহ সৃষ্টি হয়েছে। যা সবচেয়ে ভাল বোঝা যাচ্ছে গণমাধ্যমে।

জাভি নিজে যদিও তাঁর বার্সায় ম্যানেজার হয়ে ফেরার সম্ভাবনা নিয়ে সে ভাবে কিছু বলতে চাইছেন না। তিনি ব্যস্ত আল সাদকে নিয়ে। কারণ, শনিবারই কাতার স্টার্স লিগে আল আহলি-র বিরুদ্ধে খেলা রয়েছে। এই ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে জাভি বলেছেন, ‘‘এই মুহূর্তে আল সাদে নিজের কাজ নিয়েই ভাবছি। এর বাইরে কিছু বলতে পারব না।’’

লা লিগায় আলাভেসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে শুক্রবার সাংবাদিক বৈঠকে অন্তর্বর্তীকালীন ম্যানেজার সের্জি বারজুয়ানকে পাশে বসিয়েই বার্সা প্রেসিডেন্ট জুয়ান লাপোর্তা বলেছেন, ‘‘মাস দু’য়েক আগেই জাভির সঙ্গে আমার কয়েক বার কথা হয়েছে। আমি জানি, এই দল সম্পর্কে ও কী ভাবে। জাভির মতামত ও ভাবনাচিন্তাকে গুরুত্ব দিতেই হবে।’’

রায়ো ভায়েকানোর কাছে হারের পরে ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লা লিগা টেবলে নবম স্থানে নেমে গিয়েছে বার্সা। তার পরেই কোমান বরখাস্ত হন। লাপোর্তা বলেছেন, ‘‘অবস্থা একেবারেই স্থিতিশীল ছিল না। আমাদের লক্ষ্য ট্রফি জেতা। এই মরসুমে তা পূরণ হওয়া অসম্ভব বলেই মনে হচ্ছিল। আগেই আমরা কোমানকে সরানোর কথা ভেবেছিলাম। আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই হত।’’

লা লিগায় খেতাবি দৌড়ে টিকে থাকতে হলে শনিবার জিততেই হবে বার্সাকে। শুক্রবার সাংবাদিক বৈঠকে সের্জি বলেছেন, ‘‘এই কঠিন সময়ে একসঙ্গে লড়াই করতে হবে। আমাদের মূল লক্ষ্য আলাভেসকে হারানো।’’

অন্য বিষয়গুলি:

Xavi Hernandez FC Barcelona
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE