Advertisement
০৬ নভেম্বর ২০২৪
South Eastern Railway

সর্বভারতীয় রেল ফুটবলে চ্যাম্পিয়ন দক্ষিণ-পূর্ব রেলওয়ে

১৮ থেকে ২৩ ডিসেম্বর প্রতিযোগিতার নকআউট পর্বের ম্যাচগুলি হয় ওড়িশার খুরদা জেলার রেলওয়ে স্টেডিয়ামে। সেখানেই ফাইনালে পূর্ব রেলওয়েকে হারাল দক্ষিণ-পূর্ব রেলওয়ে।

ট্রফি এবং পদক নিয়ে দক্ষিণ-পূর্ব রেলের ফুটবলাররা।

ট্রফি এবং পদক নিয়ে দক্ষিণ-পূর্ব রেলের ফুটবলাররা। নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২২ ২০:৫৮
Share: Save:

সর্বভারতীয় রেলওয়ে ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল দক্ষিণ-পূর্ব রেলওয়ে। ১৮ থেকে ২৩ ডিসেম্বর প্রতিযোগিতার নকআউট পর্বের ম্যাচগুলি হয় ওড়িশার খুরদা জেলার রেলওয়ে স্টেডিয়ামে। সেখানেই ফাইনালে পূর্ব রেলওয়েকে হারাল দক্ষিণ-পূর্ব রেলওয়ে।

নকআউট পর্যায়ে অংশ নিয়েছিল রেলের মোট আটটি বিভাগ। এগুলি হল: দক্ষিণ-পূর্ব রেলওয়ে, পশ্চিম রেলওয়ে, উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার রেলওয়ে, মেট্রো রেলওয়ে, দক্ষিণ-মধ্য রেলওয়ে, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস এবং রেল কোচ ফ্যাক্টরি। প্রতিটি ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। ম্যাচ ঘিরে উৎসাহও ছিল প্রচুর।

ফাইনালে নির্ধারিত সময়ে খেলার ফলাফল ছিল গোলশূন্য। টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জেতে দক্ষিণ-পূর্ব রেলওয়ে। সেই দলের গোলকিপার রণজিৎ মজুমদার ম্যাচের সেরা ফুটবলার হিসাবে নির্বাচিত হন।

অন্য বিষয়গুলি:

South Eastern Railway Championship
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE