Advertisement
২৬ ডিসেম্বর ২০২৪
Sonakshi Sinha

বিয়েবাড়িতে প্রথম দেখা, ‘সম্বন্ধ করে বিয়ের মতো’ কোন প্রস্তাব সোনাক্ষীকে দিয়েছিলেন সলমন?

হঠাৎই নাকি এই ছবির সুযোগ এসেছিল তাঁর কাছে। অমৃতা রাওয়ের বিয়েতে তাঁকে নাকি প্রথম দেখেছিলেন সলমন খান ও আরবাজ় খান।

Sonkashi Sinha revealed getting chance in Dabang is like an arrange marriage

সলমনের সঙ্গে সোনাক্ষীর প্রথম দেখা যেন সম্বন্ধ করে বিয়ের মতো। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৫:১১
Share: Save:

সলমন খানের বিপরীতে শুরু করেছিলেন অভিনয়ের সফর। পরনে শাড়ি, হাতে কাচের চুড়ি আর কপালে টিপ। এমন দেশি অবতারে প্রথম ছবিতেই নজর কেড়েছিলেন সোনাক্ষী সিন্‌হা। ‘দবাং’— প্রথম ছবিই বক্স অফিসে তোলপাড় ফেলেছিল। তবে সলমনের এই ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়ার অভিজ্ঞতা অনেকটা নাকি সম্বন্ধ করে বিয়ে করার মতো। জানাচ্ছেন স্বয়ং সোনাক্ষী।

হঠাৎ-ই নাকি এই ছবির সুযোগ এসেছিল তাঁর কাছে। অমৃতা রাওয়ের বিয়েতে তাঁকে প্রথম দেখেছিলেন সলমন খান ও আরবাজ় খান। এক সময়ে পৃথুলা ছিলেন সোনাক্ষী। তবে অমৃতার বিয়ের আগেই ওজন ঝরিয়ে ফেলেছিলেন তিনি। বিয়ের আসরেই সোনাক্ষীকে দেখে সলমন ও আরবাজ় জানিয়েছিলেন, তাঁরা একটি নতুন ছবি তৈরি করতে চলেছেন। সে ছবির একটি চরিত্রে সোনাক্ষীকে মানাবে দারুণ। যদিও অভিনেত্রী জানিয়েছেন, প্রথম দিকে এই প্রস্তাবে খুব একটা গুরুত্ব দেননি তিনি।

কিন্তু কিছু দিনের মধ্যেই সোনাক্ষীর বাড়িতে গিয়ে হাজির সলমন ও আরবাজ়। সেখানেই চিত্রনাট্য পড়ে শোনান তাঁরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনাক্ষী বলেছেন, “সম্বন্ধ করে বিয়ে করার মতো হয়েছিল গোটা বিষয়টা। তবে ছবির সেটে পৌঁছনোর পরে বুঝলাম, আমি এটাই করতে চাই।”

সোনাক্ষী ফ্যাশন ডিজ়াইনিং-এর ছাত্রী ছিলেন। সলমনের বিপরীতে এই ছবিতে অভিনয় করার পরে বদলে যায় তাঁর জীবন। ‘দবাং’-এর আরও দু’টি সিকুয়েল পরে মুক্তি পায়। সেই ছবিগুলিতেও ‘চুলবুল পাণ্ডে’ সলমনের বিপরীতে দেখা যায় সোনাক্ষীকেই।

শুধু অভিনয়ই নয়। ব্যক্তিগত স্তরেও সলমনের সঙ্গে ভাল সম্পর্ক সোনাক্ষীর। সলমনের বাড়িতেই সোনাক্ষীর প্রথম দেখা হয় তাঁর স্বামী জ়াহির ইকবালের সঙ্গে। সেখান থেকেই আলাপ ও প্রেম। চলতি বছর বিয়েও সেরে ফেলেছেন তাঁরা।

অন্য বিষয়গুলি:

Sonakshi Sinha Salman Khan Dabangg
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy