—প্রতীকী চিত্র।
আবার ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেতে পারে এশিয়ার একটি দেশ। ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজনের ইচ্ছাপ্রকাশ করে ফিফার কাছে সরকারি ভাবে আবেদন জানাল সৌদি আরব।
২০৩০ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব কয়েক দিন আগেই বন্টন করেছে ফিফা। তিনটি মহাদেশের ছ’টি দেশে হবে ২০৩০ সালের বিশ্বকাপের ম্যাচগুলি। এ বার ২০৩৪ সালের বিশ্বকাপ। প্রতিযোগিতা আয়োজনে আগ্রহী দেশগুলির কাছ থেকে আবেদন পত্র চেয়েছিল ফিফা। সবার আগে আবেদন জানাল সৌদি আরব। কাতারের পর আরব দুনিয়ার দ্বিতীয় দেশ হিসাবে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ার ব্যাপারে আশাবাদী সৌদি আরবে ফুটবল কর্তারা। তবে তাদের লড়াই সহজ নাও হতে পারে। কারণ ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী অস্ট্রেলিয়াও। বিশ্বকাপের ম্যাচ আয়োজন করার মতো সাতটি স্টেডিয়াম তাদের হাতে এখনই রয়েছে। এ ছাড়াও ৪০ হাজার দর্শকাসন রয়েছে এমন আরও ১৪টি স্টেডিয়ামকে তারা বিশ্বকাপ ফুটবলের জন্য ব্যবহার করতে প্রস্তুত। সেই অর্থে সৌদি আরবের পরিকাঠামো নেই। তবে ২০২৭ সালের এশিয়ান কাপের মধ্যে বিশ্বকাপের উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলার আশ্বাস দিয়েছেন সৌদি আরবের ফুটবল কর্তারা। অস্ট্রেলিয়াও এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদস্য।
২০২৬ এবং ২০৩০ সালের বিশ্বকাপের ম্যাচগুলি ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকায় অনুষ্ঠিত হবে। তাই ২০৩৪ সালের বিশ্বকাপ আবার এশিয়ায় হওয়ার সম্ভাবনা রয়েছে। আগ্রহী দেশগুলিকে ৩১ অক্টোবরের মধ্যে ফিফার কাছে আবেদন জানাতে হবে। ৩০ নভেম্বরের সংশ্লিষ্ট দেশের সরকার এবং ফুটবল সংস্থার মধ্যে লিখিত চুক্তিপত্র জমা দিতে হবে।
বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেতে হলে ফিফার ২১১টি সদস্য দেশের অধিকাংশের সমর্থন পেতে হবে। সৌদির কর্তারা সমর্থন নিয়ে চিন্তিত নন। সৌদি প্রো ফুটবল লিগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেমার, করিম বেঞ্জিমাদের উপস্থিতিই সে দেশের কর্তাদের বড় হাতিয়ার। তা ছাড়া সৌদির পর্যটন দফতরের প্রচার দূত হিসাবে রয়েছেন লিয়োনেল মেসি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy