মহমেডানে দাভরোনভ। ফাইল ছবি
আগামী মরসুমের আগে পরের পর ফুটবলার সই করিয়ে চলেছে এটিকে মোহনবাগান। পাল্লা দিয়ে ফুটবলার নিয়োগ করছে ময়দানের আর এক প্রধান মহমেডানও। বসে শুধু ইস্টবেঙ্গলই। সম্প্রতি পল পোগবার ভাই ফ্লোরেন্টিনকে সই করিয়ে চমকে দিয়েছে এটিকে মোহনবাগান। তার আগে সই করিয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলা ব্রেন্ডন হামিলকে। এ বার মহমেডানেও খেলতে আসছেন এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলা ফুটবলার। তাজিকিস্তান জাতীয় দলের মিডফিল্ডার নুরিদ্দিন দাভরোনভকে সই করানোর কথা রবিবারই ঘোষণা করল মহমেডান। ‘তাজিকিস্তানের রোনাল্ডো’ বলে ডাকা হয় এই ফুটবলারকে।
দাভরোনভ এই মুহূর্তে খেলেন সে দেশেরই ক্লাব ইস্তিকললের হয়ে। এ বছরের এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও তিনি খেলেছেন। গত বারও ছিলেন। তাজিকিস্তানের একাধিক প্রথম সারির ক্লাব ছাড়াও বুলগেরিয়া এবং ইন্দোনেশিয়ার ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে দাভরোনভের। রাশিয়ার লোকোমোটিভ মস্কোর যুব অ্যাকাডেমি থেকে উঠে আসা এই ফুটবলার কেরিয়ার শুরু করেন এনার্জেটিক দুশানবে ক্লাবের হয়ে। এর পর দেশ এবং বিদেশের একাধিক ক্লাবে খেলেছেন।
✅DONE DEAL✅
— Mohammedan SC (@MohammedanSC) June 26, 2022
Mohammedan SC have reached an agreement with current FC Istiklol midfielder Nuriddin Davronov. ⚫️⚪️
The player has agreed to terms with the black & white brigade and will be donning the historic black and white colours.🔥💪🏻✈️#JaanJaanMohammedan#TransferAlert pic.twitter.com/8JtQlvsyIE
INTERVIEW
— FIFA World Cup (@FIFAWorldCup) October 12, 2015
'Tajikistan's #Ronaldo' Nuriddin Davronov talks #WCQ & his national team familyhttp://t.co/xyNGH4H0vh pic.twitter.com/1EX5X9SrOG
জাতীয় দলের হয়ে ২০০৭-এর অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলেছেন। ২০০৮-এ এএফসি চ্যালেঞ্জ কাপের ফাইনালে খেলেছেন দাভরোনভ। সেই ম্যাচে ভারতের কাছে হারে তাজিকিস্তান। জাতীয় দলের হয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জন এবং এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের ম্যাচ খেলেছেন। মহমেডান জানিয়েছে, দ্রুতই কলকাতায় আসবেন এই ফুটবলার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy