ফের চর্চায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বয়স যে তাঁর কাছে শুধু একটি সংখ্যা- তা যেন প্রতিনিয়ত প্রমাণ করে চলেছেন। আল রিয়াধের বিরুদ্ধে ভলি থেকে তাঁর করা দ্বিতীয় গোলের বর্ণনা দিতে গিয়ে ভাষা হারিয়েছেন ফুটবল বিশেষজ্ঞরা।
প্রথমার্ধে অবশ্য বারবার কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয় আল নাসরকে। সংযুক্ত সময়ে ফৈয়জ সেলেমানির গোলে পিছিয়ে পড়েন রোনাল্ডোরা। কিন্তু দ্বিতীয়ার্ধে সম্পূর্ণ ছবিটা বদলে যায়। ৫৬ মিনিটে সাদিয়ো মানের পাস থেকে দলকে সমতায় ফেরান সিআরসেভেন। কিন্তু চমকের তখনও বাকি ছিল। ৬৪ মিনিটের মাথায় প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে বল তাঁর কাছে এলে ডি-বক্স থেকে গোলার মতো ভলিতে দৃষ্টিনন্দন গোল করেন রোনাল্ডো। দেখা ছাড়া কিছুই করার ছিল না গোলরক্ষকের।
শুধু গোলরক্ষকই নয়, অবাক বিস্ময়ে দেখলেন সারা বিশ্বের দর্শকরাও। ৪০ বছরের ‘তরুণের’ কেরিয়ারে মোট ৯৩৩ গোল হয়ে গেল। সৌদি প্রো লিগে এই সংখ্যাটা দাঁড়াল ৭২। তবে প্রো লিগ জয়ের সম্ভাবনা অনেকটাই কম রোনাল্ডোদের। কারণ রোনাল্ডোরা ৫৭ পয়েন্ট পেয়ে রয়েছেন তৃতীয় স্থানে। দ্বিতীয় স্থানে থাকা আল হিলাল (৫৮)-এর থেকে এক পয়েন্ট পিছিয়ে। শীর্ষে আল ইত্তিহাদ (৬৫)।
ম্যাচের পরে রোনাল্ডো বলেন, “এই মুহূর্ত উপভোগ করতে চাই। এখনই ১০০০ গোলের লক্ষ্যমাত্রা ছোঁয়ার চাপ নিতে চাই না। যদি তা হয়, ভাল। না হলেও আফশোস নেই।”
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)