কলকাতা ডার্বির একটি মুহূর্ত। ছবি: এক্স।
এশিয়ান কাপে ভারতের অভিযান শেষ হয়েছে। আবার নজর ফিরছে আইএসএলে। চলতি মাস থেকেই শুরু হয়ে যাচ্ছে আইএসএলের দ্বিতীয় পর্বের খেলা। এশিয়ান কাপের কারণে এক মাস ধরে প্রতিযোগিতা বন্ধ ছিল। ৩১ জানুয়ারি থেকে জামশেদপুর এফসি বনাম নর্থইস্ট ইউনাইটেড ম্যাচের মাধ্যমে দ্বিতীয় পর্বের আইএসএল শুরু হচ্ছে।
কলকাতার সমর্থকদের জন্য আলাদা করে খুশির খবর রয়েছে। ৩৬ দিনের ব্যবধানে এক জোড়া কলকাতা ডার্বি দেখতে পাবেন তারা। লক্ষ্মীপূজার কারণে প্রথম পর্বের কলকাতা ডার্বি বাতিল হয়ে গিয়েছিল। সেই ম্যাচ দেওয়া হয়েছে ৩ ফেব্রুয়ারি। এটি মোহনবাগানের ঘরের ম্যাচ। ১০ মার্চ হবে দ্বিতীয় পর্বের কলকাতা ডার্বি। সেটি ইস্টবেঙ্গলের ঘরের ম্যাচ।
আইএসএলের দ্বিতীয় পর্বে দুই প্রধানেরই প্রথম ম্যাচ শুরু হচ্ছে কলকাতা ডার্বি দিয়ে। ঠিক এক সপ্তাহ পর আবার নামবে ইস্টবেঙ্গল। অ্যাওয়ে ম্যাচে গুয়াহাটিতে তারা খেলবে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। পরের দিন নামবে মোহনবাগানও। তারা ঘরের মাঠে খেলবে হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে।
এই মুহূর্তে আইএসএলের পয়েন্ট তালিকায় মোহনবাগান রয়েছে পাঁচ নম্বরে। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ১৯। অন্য দিকে ইস্টবেঙ্গল রয়েছে আট নম্বরে। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ১১। মোহনবাগান শেষ তিনটি ম্যাচে হেরেছে। ইস্টবেঙ্গল শেষ তিনটি ম্যাচে ড্র করেছে।
দ্বিতীয় পর্বে মোহনবাগানের ম্যাচ: বনাম ইস্টবেঙ্গল (৩ ফেব্রুয়ারি, কলকাতা, সন্ধে ৭.৩০টা), বনাম হায়দরাবাদ (১০ ফেব্রুয়ারি, কলকাতা, সন্ধে ৭.৩০টা), বনাম এফসি গোয়া (১৪ ফেব্রুয়ারি, গোয়া, সন্ধে ৭.৩০টা), বনাম নর্থইস্ট (১৭ ফেব্রুয়ারি, কলকাতা, বিকাল ৫টা), বনাম ওড়িশা (২৪ ফেব্রুয়ারি, ভুবনেশ্বর, বিকাল ৫টা), বনাম জামশেদপুর (১ মার্চ, কলকাতা, সন্ধে ৭.৩০টা), বনাম ইস্টবেঙ্গল (১০ মার্চ, কলকাতা, সন্ধে ৭.৩০টা), বনাম কেরল (১৩ মার্চ, কোচি, সন্ধে ৭.৩০টা), বনাম চেন্নাইয়িন (৩১ মার্চ, কলকাতা, সন্ধে ৭.৩০টা), বনাম পঞ্জাব এফসি (৬ এপ্রিল, দিল্লি, বিকাল ৫টা), বনাম বেঙ্গালুরু (১১ এপ্রিল, বেঙ্গালুরু, সন্ধে ৭.৩০টা), বনাম মুম্বই সিটি (১৩ এপ্রিল, কলকাতা, সন্ধে ৭.৩০টা)।
দ্বিতীয় পর্বে ইস্টবেঙ্গলের ম্যাচ: বনাম মোহনবাগান (৩ ফেব্রুয়ারি, কলকাতা, সন্ধে ৭.৩০টা), বনাম নর্থইস্ট (১০ ফেব্রুয়ারি, গুয়াহাটি, বিকাল ৫টা), বনাম মুম্বই সিটি (১৩ ফেব্রুয়ারি, কলকাতা, সন্ধে ৭.৩০টা), বনাম হায়দরাবাদ (১৭ ফেব্রুয়ারি, হায়দরাবাদ, সন্ধে ৭.৩০টা), বনাম জামশেদপুর (২২ ফেব্রুয়ারি, জামশেদপুর, সন্ধে ৭.৩০টা), বনাম চেন্নাইয়িন এফসি (২৬ ফেব্রুয়ারি, কলকাতা, সন্ধে ৭.৩০টা), বনাম ওড়িশা (২৯ ফেব্রুয়ারি, ভুবনেশ্বর, সন্ধে ৭.৩০টা), বনাম গোয়া (৬ মার্চ, গোয়া, সন্ধে ৭.৩০টা), বনাম মোহনবাগান (১০ মার্চ, কলকাতা, সন্ধে ৭.৩০টা), বনাম কেরল (৩ এপ্রিল, কোচি, সন্ধে ৭.৩০টা), বনাম বেঙ্গালুরু (৭ এপ্রিল, কলকাতা, সন্ধে ৭.৩০টা), বনাম পঞ্জাব (১০ এপ্রিল, দিল্লি, সন্ধে ৭.৩০টা)।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy