মগ্ন: সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে অনুশীলনে রক্ষণ ভেঙে গোল করার মহড়ায় অধিনায়ক সুনীল। সোমবার বেঙ্গালুরুতে। এআইএফএফ।
লেবাননের বিরুদ্ধে সেমিফাইনালে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামের গ্যালারিতে এক দর্শক ম্যাচের শুরু থেকে সুনীল ছেত্রীর নাম লেখা ১১ নম্বর জার্সি পরে ক্লান্তিহীন ভাবে ড্রাম বাজিয়ে গান গাইছিলেন। বছর দশেকের ছেলেকে নিয়ে খেলা দেখতে এসেছিলেন এক ব্যক্তি। দু’জনেরই পরণে ছিল ভারত অধিনায়কের নাম লেখা জার্সি। আজ, মঙ্গলবার সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনালে কুয়েতকে হারিয়ে নবমবার খেতাব জিততে সুনীলই ভরসা ভারতের।
ফিফা ক্রমতালিকায় ভারত ১০০তম স্থানে। কুয়েত রয়েছে ১৪১ নম্বরে। কিন্তু এই দুই দেশের মুখোমুখি সাক্ষাতের ফল ভারতের সমর্থকদের উদ্বেগ বাড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। এখনও পর্যন্ত চারবার দেখা হয়েছে দু’দলের। ভারত জিতেছে মাত্র একবার। ২০০৪ সালে আন্তর্জাতিক ফ্রেন্ডলিতে ৩-২ গোলে। হেরেছে দু’বার। সবচেয়ে বড় ব্যবধানে হার ২০১০ সালে আবু ধাবিতে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে ১-৯ গোলে। ১৯৭৮ সালে এশিয়ান গেমসেও ভারতকে ১-৬ গোলে চূর্ণ করেছিল কুয়েত।
পর্তুগাল জাতীয় দলের প্রাক্তন ডিফেন্ডার রুই বেন্তো ২০২২ সাল থেকে কুয়েতের দায়িত্বে। চলতি সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম পর্বের দ্বৈরথেই তিনি বুঝিয়ে দিয়েছিলেন রক্ষণ মজবুত করে প্রতিআক্রমণে গোল করাই লক্ষ্য কুয়েতের। বেন্তোর ভরসা হাবাদ আলদেফারি, সাবাইব আলখালদি ও বাংলাদেশের বিরুদ্ধে গোল করে দলকে ফাইনালে তোলা আল ব্লাউসি। দ্বিতীয়ত, সুনীলকে স্বাভাবিক খেলা খেলতে না দেওয়া। ভারতের আক্রমণ রুখতে শরীরী ফুটবল খেলা। ফলে আগের ম্যাচে বারবারই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। লাল কার্ড দেখেছিলেন ভারতের কোচ ইগর স্তিমাচ ও স্ট্রাইকার রহিম আলি। কুয়েতের হামাদ আলকোয়ালাফকেও মাঠ থেকে বার করে দিয়েছিলেন রেফারি। মঙ্গলবার সাফ ফাইনালেও যে কুয়েত একই রণকৌশল নিয়ে নামবে তা খুব ভাল করেই জানেন ইগর। এই কারণেই রবিবার তিনি গোপন অনুশীলন করিয়েছিলেন। কুয়েতের পরিকল্পনা ভেস্তে দিতে ভারতীয় দলের রণকৌশল আগ্রাসী ফুটবল।
নির্বাসিত থাকায় ফাইনালেও থাকবেন না ইগর। বেঙ্গালুরুতে সোমবার সাংবাদিক বৈঠকে সহকারী কোচ মহেশ গাউলি খোলাখুলি বললেন, ‘‘কুয়েতের বিরুদ্ধে আগের সাক্ষাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। লেবানন ম্যাচেও একই ঘটনা ঘটেছিল। ছেলেদের বলেছি মাথা ঠান্ডা রেখে মনঃসংযোগ করতে।’’ যোগ করেন, ‘‘কুয়েত শক্তিশালী প্রতিপক্ষ। ফলে জেতা সহজ হবে না। আমাদের কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। তা ছাড়া আমি মনে করি এই ম্যাচটা সম্পূর্ণ আলাদা হবে।’’
ভারতীয় শিবিরের খবর, সুনীল যাতে চাপমুক্ত হয়ে খেলতে পারেন তার জন্য অনিরুদ্ধ থাপা, লালিয়ানজ়ুয়ালা ছাংতে, সাহাল আব্দুল সামাদদের বাড়তি দায়িত্ব নিতে বলেছেন ইগর। পাশাপাশি, আলখালদি ও আল ব্লাউসিকে কড়া নজরে রাখার দায়িত্ব দিতে পারেন নির্বাসনমুক্ত হয়ে ফেরা সন্দেশ জিঙ্ঘনের উপরে। এর পরেই ইগরের হুঙ্কার, ‘‘এই ম্যাচে শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে। তবে আমরা যে ভাবে ওদের চাপে রাখব এবং আক্রমণে উঠব, কুয়েতের পক্ষে তার মোকাবিলা করা সহজ হবে না। কারণ অনুশীলনে ছেলেদের খেলায় তীব্রতার পাশাপাশি আগ্রাসনও থাকছে। ফাইনালের জন্য আমরা তৈরি।’’
সাফ অন্তর্ভুক্ত দেশ না হলেও কুয়েত এই প্রতিযোগিতায় খেলছে আমন্ত্রিত হিসেবে। ভারতের মতোই দারুণ ছন্দে রয়েছেন আলখালদিরা। শেষ আটটি ম্যাচের একটিতেও হারেনি কুয়েত। ভারতকে হারিয়ে অভিযেকে সাফ চ্যাম্পিয়নশিপ জিততে মরিয়া রুই বলেছেন, “ভারতের বিরুদ্ধে আগের ম্যাচটা কঠিন ছিল ঠিকই। আমার দীর্ঘ কোচিং অভিজ্ঞতা বলছে, ফাইনাল সব সময়ই আলাদা।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy