সুনীলকে সম্মানিত করল ফিফা। ফাইল ছবি।
ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীকে বিশেষ সম্মান জানাল ফিফা। সুনীলকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। সমাজমাধ্যমে মুক্তি পেয়েছে তিন পর্বের তথ্যচিত্রটি।
ফুটবলপ্রেমীরা অনেক দিন ধরেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসির সঙ্গে তুলনা করতেন সুনীলের। এ বার পর্তুগাল এবং আর্জেন্টিনার অধিনায়কদের সঙ্গে ভারত অধিনায়কের তুলনা করেছে ফিফা। সক্রিয় ফুটবলারদের মধ্যে গোল করার নিরিখে শীর্ষে রয়েছেন রোনাল্ডো। দ্বিতীয় স্থানে রয়েছেন মেসি এবং তৃতীয় স্থানে সুনীল।
সমাজমাধ্যমে ফিফা লিখেছে, ‘আপনারা সকলেই রোনাল্ডো এবং মেসির ব্যাপারে জানেন। এ বার পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সক্রিয় খেলোয়াড়দের মধ্যে তৃতীয় সর্বোচ্চ গোলদাতার গল্প জানবেন। সুনীল ছেত্রী। ‘ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক’ এখন দেখতে পাবেন ফিফা প্লাসে।’ উল্লেখ্য, ৩৮ বছরের সুনীলের আন্তর্জাতিক ফুটবলে গোলের সংখ্যা ৮৪টি। রোনাল্ডো করেছেন ১১৭টি গোল এবং মেসি করেছেন ৯০টি গোল।
You know all about Ronaldo and Messi, now get the definitive story of the third highest scoring active men's international.
— FIFA World Cup (@FIFAWorldCup) September 27, 2022
Sunil Chhetri | Captain Fantastic is available on FIFA+ now
তিন পর্বের তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে সুনীলের ফুটবল-জীবনের নানা দিক। রয়েছে উত্থান-পতনের গল্প। রয়েছে তাঁর সংগ্রামের কাহিনি। সুনীল সম্পর্কে ফিফা বলেছে, ‘অধিনায়ক, নেতা, কিংবদন্তি।’ তাঁর ফুটবল-জীবনকে তিনটি ভাগে ভাগ করে তৈরি হয়েছে তথ্যচিত্রটি। ২০০৫ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর থেকে এখনও পর্যন্ত দেশের হয়ে ১৩১টি ম্যাচ খেলেছেন সুনীল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy