সামনেই মোহনবাগানের নির্বাচন। ২০২৫ থেকে ২০২৮ সাল পর্যন্ত ক্লাব পরিচালনা করার জন্য বেছে নেওয়া হবে নতুন কমিটি। তার আগে নির্বাচনী বোর্ড ঘোষণা করল মোহনবাগান। বৃহস্পতিবার এগজ়িকিউটিভ কমিটির বৈঠকে এই বোর্ড গঠন করা হয়েছে। তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করেছে বর্তমান কমিটি। নির্বাচন হয়ে নতুন কমিটি ক্ষমতায় আসার আগে পর্যন্ত ওই বোর্ডই ক্লাবের দায়িত্ব পালন করবে।
বৃহস্পতিবার এই নতুন বোর্ডের নাম ঘোষণা করেন বাগানের বর্তমান কমিটির সচিব দেবাশিস দত্ত। ছিলেন সহ-সভাপতি কুণাল ঘোষ ও ফুটবল সচিব স্বপন বন্দ্যোপাধ্যায়। সেখানেই দেবাশিস বলেন, “আমাদের এগজ়িকিউটিভ কমিটির বৈঠক ছিল। সেখানেই নির্বাচনী বোর্ড তৈরি হয়েছে। কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে এই কমিটি তৈরি হয়েছে। রয়েছেন কলকাতা হাই কোর্টের আইনজীবী বিশ্বব্রত বসু মল্লিক, সৌভিক মিত্র ও অভিষেক সিংহ। পঞ্চম সদস্য অনুপ কুমার কুন্ডু। তাঁরা প্রত্যেকেই মোহনবাগানের সদস্য। তাঁদের হাতে বৃহস্পতিবারই দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে। নির্বাচনী প্রক্রিয়া সংক্রান্ত সব সিদ্ধান্ত এই কমিটি নেবে। অর্থাৎ, কবে নির্বাচন হবে, কী ভাবে হবে, সব এই বোর্ড ঠিক করবে।”
আরও পড়ুন:
মোহনবাগানের সহ-সভাপতি কুণাল জানিয়েছেন, প্রতিশ্রুতি অনুযায়ী সময়ের মধ্যে সব করছে বর্তমান কমিটি। তিনি বলেন, “কেউ বলতে পারবে না যে মেয়াদ শেষ হওয়ার পরেও এই কমিটি থাকার চেষ্টা করছে। মেয়াদ শেষ হওয়ার আগেই বৈঠক করে নির্বাচনী বোর্ড তৈরি করা হয়েছে। এই বোর্ডই নির্বাচন সংক্রান্ত সব সিদ্ধান্ত নেবে।”
গত ১০ মার্চ মোহনবাগানের কর্মসমিতির বৈঠক ছিল। সেখানেই জানানো হয়েছিল যে, ২০ মার্চ এগজ়িকিউটিভ কমিটির বৈঠক করে নির্বাচনী বোর্ড তৈরি করা হবে। সেই দিনই তৈরি হল বোর্ড।