পিতা ছিলেন গোলরক্ষক। পুত্র খেলেন মাঝমাঠে। পিতার পথ অনুসরণ করলেও একই দেশের হয়ে খেলতে চান না পুত্র। ইটালির হয়ে ফুটবল বিশ্বকাপ জিতেছেন জিয়ানলুইজি বুফন। কিন্তু তাঁর পুত্র লুই থমাস বুফন ইটালির বদলে খেলবেন ইউরোপের অন্য এক দেশের হয়ে।
২০০৬ সালে ইটালির হয়ে বিশ্বকাপ জিতেছিলেন বুফন। তাঁর পুত্র থমাসের বয়স এখন ১৭। তিনি ইটালির হয়ে খেলতে চান না। বদলে চেকিয়ার হয়ে খেলতে চান তিনি। ইতিমধ্যেই সে দেশের অনূর্ধ্ব-১৮ দলে ডাক পেয়েছেন তিনি। বুফনের স্ত্রী এলিনা সেরেডোভা চেকিয়ার নাগরিক। তিনি পেশায় মডেল। অর্থাৎ, পিতার বদলে মায়ের দেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন থমাস।
ক্লাব ফুটবলে অবশ্য ইটালির হয়েই খেলেন থমাস। চলতি মাসেই সিরি বি-তে পিসার হয়ে অভিষেক হয়েছে তাঁর। এ বার চেকিয়ার অনূর্ধ্ব-১৮ দলে দেখা যাবে তাঁকে। পর্তুগালের বিরুদ্ধে খেলতে ইতিমধ্যেই প্রাগে পৌঁছে গিয়েছেন তিনি।
আরও পড়ুন:
থমাস জানিয়েছেন, পরিবারের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফুটবলার বলেন, “আমি পরিবারের সঙ্গে কথা বলেছি। সকলকে জানিয়েছি যে আমি চেকিয়ার হয়ে খেলতে চাই। সকলে আমার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে।” প্রথম বার ফেব্রুয়ারি মাসে চেকিয়ার অনূর্ধ্ব-১৮ শিবিরে ডাক পেয়েছিলেন থমাস। এ বার ইংল্যান্ড, ফ্রান্স ও পর্তুগালের বিরুদ্ধে ম্যাচে চেকিয়ার হয়ে খেলতে চান তিনি।
থমাস জানিয়েছেন, তিনি চেকিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়ায় তাঁর মা খুব খুশি হয়েছেন। পাশাপাশি বুফনও খুশি। কারণ, পুত্রকে জাতীয় দলে দেখতে চান তিনি। থমাস বলেন, “আমার বাবা আমাকে চেকিয়ার হয়ে খেলার পরামর্শ দিয়েছিল। কারণ, আমার কেরিয়ারের পক্ষে সেটাই ভাল। চেকিয়ার হয়ে খেললে আমি ফুটবলার হিসাবে আরও উন্নতি করতে পারব।” মা চেকিয়ার হলেও সে দেশের ভাষা খুব একটা ভাল বলতে পারেন না থমাস। তবে তিনি খুব তাড়াতাড়ি সেই ভাষা শিখে নেবেন বলে জানিয়েছেন বিশ্বকাপজয়ী বুফনের পুত্র।