প্রতিযোগিতা শেষ হয়ে গেলেও অভিযোগ শেষ হচ্ছে না বেঙ্গালুরু এফসির। তাদের অভিযোগ, আইএসএল কাপ ফাইনালে যুবভারতীতে তাদের সমর্থকেরা আক্রান্ত হয়েছেন। মোহনবাগানের সমর্থকদের একাংশের বিরুদ্ধে ভারতীয় ফুটবল সংস্থায় অভিযোগ করেছে সুনীল ছেত্রীদের ক্লাব।
বেঙ্গালুরু একটি বিবৃতিতে তাদের অভিযোগ জানিয়েছে। সেখানে লেখা, আইএসএল কাপ ফাইনাল চলাকালীন মাঠেই তাদের সমর্থকদের দিকে বাজি ছুড়েছেন মোহনবাগানের কিছু সমর্থক। সেই বাজির আঘাতে বেঙ্গালুরুর এক সমর্থকের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও কয়েক জন সমর্থকের শরীরের কিছু অংশ পুড়ে গিয়েছে। তাঁদের মধ্যে বেঙ্গালুরুর মালিক পার্থ জিন্দলও রয়েছেন।
আরও পড়ুন:
এই ঘটনায় ভারতীয় ফুটবল সংস্থা (এআইএফএফ) ও আইএসএলের আয়োজক সংস্থা এফএসডিএলের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে বেঙ্গালুরু। তাদের দাবি, এই ঘটনার তদন্ত করা হোক। স্টেডিয়ামগুলি সুরক্ষিত করা হোক। বেঙ্গালুরু জানিয়েছে, এই ঘটনায় হয়তো কারও প্রাণহানির আশঙ্কা ছিল না। কিন্তু ভবিষ্যতে যাতে কোনও স্টেডিয়ামে এই ধরনের ঘটনা না ঘটে তা সুনিশ্চিত করতে হবে ফেডারেশনকে।
আইএসএলের সেমিফাইনালের প্রথম পর্বে জামশেদপুরে খেলতে গিয়ে সেখানকার সমর্থক ও পুলিশের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ করেছিল মোহনবাগান। তাদের অভিযোগ, বেশ কিছু সবুজ-মেরুন সমর্থককে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। এ বার প্রতিপক্ষ সমর্থকদের আঘাত করার অভিযোগ উঠেছে মোহনবাগানের বিরুদ্ধেই। এখন দেখার এই প্রসঙ্গে মোহনবাগানের তরফে কী জানানো হয়।