Advertisement
২২ জানুয়ারি ২০২৫
ATK Mohun Bagan

Roy Krishna: এএফসি কাপে নিশ্চিত নন কৃষ্ণ

পদক্ষেপ মহমেডানের: দুই বাংলার ফুটবলের উৎকর্ষ বাড়াতে এ বার ঢাকা মহমেডানের সঙ্গে কৌশলগত জোট বাঁধতে চলেছে কলকাতার মহমেডান স্পোর্টিং ক্লাব। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন ঢাকা মহমেডানের ডিরেক্টর ও ফুটবল সচিব আবু হাসান চৌধুরী। দুই ক্লাবের মধ্যে আগামী দিনে খেলোয়াড় বদল বা শুভেচ্ছা সিরিজ়ের মতো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২২ ০৮:২২
Share: Save:

আসন্ন এএফসি কাপের বাছাই পর্বের ম্যাচে রয় কৃষ্ণকে দলে রাখবেন কি না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি সবুজ-মেরুন কোচ জুয়ান ফেরান্দো। শুক্রবার সকালেই কলকাতায় এসেছেন এটিকে-মোহনবাগানের স্পেনীয় কোচ। বিকেলে প্রবীর দাস, কিয়ান নাসিরিদের নিয়ে যুবভারতী সংলগ্ন অনুশীলন মাঠে এএফসি কাপের মহড়া শুরু করে
দিলেন জুয়ান।

উল্লেখ্য, এএফসি কাপের বাছাই পর্বের ম্যাচ যুবভারতীতেই খেলবে এটিকে-মোহনবাগান। ১২ এপ্রিল প্রথম ম্যাচ হুগো বুমোসদের। তবে সেই ম্যাচে সবুজ-মেরুনের প্রতিপক্ষ কারা, তা জানা যাবে ৫ এপ্রিল নেপালের মাচিন্দা এফসি বনাম শ্রীলঙ্কার ব্লু স্টার এফসি-র ম্যাচের পরে। কারণ এই ম্যাচের বিজয়ীর সঙ্গেই খেলবে ফেরান্দোর দল। সেই ম্যাচ জিতলে ফের ম্যাচ ১৯ এপ্রিল।

এফসি কাপে চার বিদেশি খেলানো যাবে। যার মধ্যে এশীয় কোটার বিদেশি রাখা বাধ্যতামূলক। সেই অঙ্কে ডেভিড উইলিয়ামস থাকবেন। বাকি বিদেশিদের মধ্যে হুগো বুমোস, তিরিও নেমে পড়েছেন অনুশীলনে। বাকি তিন বিদেশি জনি কাউকো, কার্ল ম্যাকহিউ, রয় কৃষ্ণের মধ্যে কাকে রাখবেন, তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেননি ফেরান্দো।

পদক্ষেপ মহমেডানের: দুই বাংলার ফুটবলের উৎকর্ষ বাড়াতে এ বার ঢাকা মহমেডানের সঙ্গে কৌশলগত জোট বাঁধতে চলেছে কলকাতার মহমেডান স্পোর্টিং ক্লাব। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন ঢাকা মহমেডানের ডিরেক্টর ও ফুটবল সচিব আবু হাসান চৌধুরী। দুই ক্লাবের মধ্যে আগামী দিনে খেলোয়াড় বদল বা শুভেচ্ছা সিরিজ়ের মতো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

অন্য বিষয়গুলি:

ATK Mohun Bagan Roy krishna afc cup
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy