ভারতীয় ফুটবল সংস্থার সঙ্গে মিটমাটের পথে ইগর স্তিমাচ। তবে এআইএফএফ-কে দিতে হবে প্রায় সাড়ে তিন কোটি টাকা। ভারতীয় ফুটবল সংস্থার এক কর্তার সূত্রে এমনটাই জানা গিয়েছে।
ভারতীয় ফুটবল সংস্থাকে ফিফায় টেনে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছিলেন স্তিমাচ। ২০২৬ পর্যন্ত স্তিমাচের সঙ্গে চুক্তি ছিল এআইএফএফ-এর। কিন্তু আগেই ছাঁটাই করে দেওয়া হয় তাঁকে। ২০২৬ সালের জুন পর্যন্ত বেতন দাবি করেছিলেন স্তিমাচ। ২০১৯ সালে তাঁকে কোচ করেছিল ভারত। ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত সেই সময় চুক্তি হয়েছিল স্তিমাচের। তার পর আরও তিন বছরের চুক্তি করেছিল এআইএফএফ। কিন্তু বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে তৃতীয় রাউন্ডের আগেই বিদায় নেয় ভারত। কুয়েতের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করার পর ছাঁটাই করা হয় স্তিমাচকে। কিন্তু তাঁকে ২০২৬ সালের জুন পর্যন্ত বেতন দিতে রাজি হননি এআইএফএফ কর্তারা। তাতেই শুরু বিবাদ। সে লড়াই সমাজমাধ্যমে শুরু হলেও জল গড়ায় অনেক দূর।
স্তিমাচকে ছাঁটাই করার সময় তিন মাসের বেতন দিতে চেয়েছিল এআইএফএফ। কিন্তু তা নিতে অস্বীকার করেন ভারতের প্রাক্তন কোচ। তাঁর মনে হয়েছিল, এই প্রস্তাব অপমানজনক। শেষ পর্যন্ত মিটমাটের পথে স্তিমাচ এবং এআইএফএফ।
আরও পড়ুন:
স্তিমাচকে প্রায় সাড়ে ৩ কোটি টাকা দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। যদিও ২০২৫ সালের জুন পর্যন্ত স্তিমাচের মোট বেতন প্রায় সাড়ে ৭ কোটি টাকা। তবে স্তিমাচ অগস্টের শেষ সপ্তাহে এআইএফএফ-কে একটি মেল করে। সেখানে তিনি সাড়ে ৩ কোটি টাকা পেলে তিনি আর কোনও মামলা করবেন না বলে জানিয়েছিলেন। এআইএফএফ সেই টাকা স্তিমাচকে দিয়ে সব কিছু মিটিয়ে নিতে পারে।