Advertisement
০৫ নভেম্বর ২০২৪

জিতে শীর্ষে উঠে এল পুণে সিটি

বুধবার ঘরের মাঠে এফসি পুণে সিটি শীর্ষে উঠে এল ২-১ গোলে মেহতাব হোসেন-দের হারিয়ে।

গুরতেজ সিংহ। ছবি: আইএসএল

গুরতেজ সিংহ। ছবি: আইএসএল

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০১৮ ০৪:০৭
Share: Save:

ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)-এ জয়ের হ্যাটট্রিক হল না জামশেদপুর এফসি-র। বুধবার ঘরের মাঠে এফসি পুণে সিটি শীর্ষে উঠে এল ২-১ গোলে মেহতাব হোসেন-দের হারিয়ে।

কেরল ব্লাস্টার্স এফসি ও দিল্লি ডায়নামোজ এফসি-কে হারিয়ে উদ্বুদ্ধ জামশেদপুর এ দিন ২৯ মিনিটে এগিয়ে যায়। গোল করেন ব্রাজিলীয় মিডফিল্ডার ওয়েলিংটন প্রিওরি। পুণে ম্যাচে ফেরে ৬৩ মিনিটে। মার্সেলিনহোর কর্নারে মাথা ছুঁইয়ে সমতা ফেরান গুরতেজ সিংহ। ৬৬ মিনিটে ব্রাজিলীয় স্ট্রাইকার গোল করান এমিলিয়ানো আলফারো-কে দিয়ে। উরুগুয়ে জাতীয় দলের স্ট্রাইকার চার ম্যাচ পরে গোল পেলেন।

জামশেদপুর এফসি-র বিরুদ্ধে গোলের পরে উচ্ছ্বসিত আলফারো পাখির ডানার মেলার ভঙ্গিতে দু’হাত ছড়িয়ে দৌড়তে থাকেন। ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে আইএসএল লিগ টেবলের শীর্ষে উঠে এল পুণে। এক ম্যাচ কম খেলে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বেঙ্গালুরু এফসি। তিন নম্বরে থাকা চেন্নাইয়িন এফসি-র পয়েন্ট ১১ ম্যাচে ২০।

অন্য বিষয়গুলি:

FC Pune City ISL 4 Football Jamshepur FC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE