নর্থ ইস্ট ০ : পুণে সিটি ১
নেপথ্যে তাদের ব্রাজিলীয় ফুটবলার মার্সেলিনহো পেরিরা-র শেষ লগ্নে দুরন্ত গোল। আর তার ফলেই অ্যাওয়ে ম্যাচে গুয়াহাটি থেকে তিন পয়েন্ট নিয়ে ফিরছে এফসি পুণে সিটি।
গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে এ দিন নর্থইস্ট ইউনাইটেডকে ১-০ হারিয়ে ১৪ ম্যাচে ২৫ পয়েন্ট হল পুণের দলটির। একই সঙ্গে বেঙ্গালুরুকে তৃতীয় স্থানে ঠেলে দিয়ে দশ দলের আইএসএলে দ্বিতীয় স্থানে উঠে এল রানকো পোপোভিচের দল। অন্য দিকে, এ দিন ১৩ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় নয় নম্বরেই রয়ে গেল নর্থইস্ট ইউনাইটেড।
চেলসির প্রাক্তন কোচ আভ্রাম গ্র্যান্ট নতুন বছরে জন আব্রাহামের দল নর্থইস্ট ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার পরে গুয়াহাটির দলটি ছন্দে ফিরেছে। কিন্তু তার পরেও গোলের সামনে গিয়ে খেই হারিয়ে ফেলার রোগ কাটেনি। এ দিন সেই কারণেই জেতা ম্যাচ হেরে ফিরতে হল নর্থইস্ট ইউনাইটেড-কে। লালরিনদিকা রালতের শট বা গনসালভেজের হেড গোলে ঢুকলে ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়েই ফিরতে পারতেন আভ্রাম গ্র্যান্ট। অন্য দিকে, সুযোগ কাজে লাগিয়ে বাজিমাত করে গেলেন মাসের্লিনহো। এ দিন এ বারের আইএসএল-এ নিজের সপ্তম গোলটি করার সঙ্গে দলের কাঙ্খিত জয়টিও এনে দিলেন তিনি। কারণ এর আগে কেরল ব্লাস্টার্স-এর কাছে হেরে ছন্দপতন হয়েছিল রানকো পোপোভিচের দলের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy