বাবার সঙ্গে বিরাট ফাইল চিত্র
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলাকালীনই পিতৃদিবস নিয়ে নেটমাধ্যমে আবেগঘন পোস্ট করলেন বিরাট কোহলী। টুইট করে ভারত অধিনায়ক লেখেন, ‘ঈশ্বর আমাকে যা যা ভাল উপহার দিয়েছেন তাঁর মধ্যে সেরা হল বাবা হওয়ার অনুভুতি। এই আনন্দ আমার কাছে আশীর্বাদ। তবে এমন দিনে আমি আমার বুড়ো মানুষটার(পড়ুন বাবা) অভাব বোধ করি। আমি আমার বাবার সঙ্গে কাটানো সময় ও স্মৃতিগুলোকে উপভোগ করি’।
এর আগেও অনেক সাক্ষাৎকারে বাবা প্রেম কোহলীর কথা বলেছেন বিরাট। ২০০৬ সালে বাবাকে হারান ভারত অধিনায়ক। ৫৪ বছর বয়সে প্র্য়াত হন তিনি। বাবার মৃত্যু মেনে নেওয়া কঠিন ছিল তাঁর পক্ষে। কারণ বাবার সঙ্গে বন্ধুর মত সময় কাটাতেন বিরাট।
প্রত্যেক বছর এইদিনে পোস্ট করেন বিরাট। তবে এবার একটু আলাদা। নিজেই বাবা হয়েছেন। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মাঝেও এই দিনটি ভোলেননি বিরাট।
Happy father's day to all the father's all across the world. Of all the wonderful things that God has blessed me with, being a father is by far the greatest joy and blessing . As I miss my old man this day, I also celebrate our memories together. ❤️
— Virat Kohli (@imVkohli) June 20, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy