ইন্ডিয়ান লিজেন্ডস একাদশ।-নিজস্ব চিত্র।
ফুটবল যে কেন সর্বাধিক জনপ্রিয় তা আরও এক বার প্রমান করে দিল দিল্লির আম্বেদকার স্টেডিয়াম। বন্ধুত্ব থেকে কর্তব্যবোধ, এই একটা খেলাই পারে সকলের মধ্যে ছড়িয়ে দিতে। আর তারই প্রমাণ মিলল মঙ্গলবার।
জাতীয় দলের প্রাক্তন গোলরক্ষক ভাস্কর গঙ্গোপাধ্যায়ের জন্য চ্যারিটি ম্যাচে অংশ নিলেন ভারতীয় ফুটবলের দিকপাল প্রাক্তনীরা। মঙ্গলবার দিল্লির আম্বেদকর স্টেডিয়ামে বল পায়ে মাঠে নেমেছিলেন সন্দীপ নন্দী, ভাইচুং ভুটিয়া, আই এম বিজয়ন, অ্যালভিটো ডি’কুনহার মত মাঠ কাঁপানো প্রাক্তনীরা।
আরও পড়ুন: ফেসবুকে ছবি পোস্ট করে বিতর্কের মুখে ইরফান পাঠান
এ দিন বিজয়ন-সোসোদের জন্য ভিড় উপচে পড়েছিল আম্বেদকর স্টেডিয়ামে। ভাইচুংদের দলের নাম ছিল ‘ইন্ডিয়ান লিজেন্ডস একাদশ’। এ দিন ব্রুনো কুটিনহো, সঞ্জু প্রধানরা খেললেন অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের বিপক্ষে।
তবে সাধারন ফুটবল ম্যাচের সঙ্গে এই ম্যাচের কোনও মিল ছিল না। ৯০ মিনিটের বদলে চ্যারিটি ম্যাচটি খেলা হয় ৬০ মিনিট পর্যন্ত এবং সকল প্রাক্তন ফুটবলাররা ঘুরিয়ে ফিরিয়ে এ দিনের ম্যাচে অংশ নেন। তবে, সকলের মধ্যেও এ দিনের ম্যাচে সমর্থকদের উৎসাহের মূল কেন্দ্রে ছিলেন প্রাক্তন জাতীয় অধিনায়ক ভাইচুং ভুটিয়া। ভাইচুংয়ের সর্পিল টাচ দেখার জন্য ম্যাচের শুরু থেকেই উদগ্রীব ছিল দিল্লির ফুটবল পাগল জনতা। কিন্তু ম্যাচের শুরুতে দেখা মেলেনি ভাইচুংয়ের। তবে শেষ পর্যন্ত হতাশ হতে হয়নি দিল্লিকে। ম্যাচ শেষ হওয়ার ২০ মিনিট আগে মাঠে নামেন ভাইচুং। তবে, নিজে গোল না পেলেও গোল পাওয়ার রাস্তা দলকে করে দেন তিনি। বক্সে ভাইচুংকে করা ফাউল থেকে পেনাল্টি পায় লিজেন্ডস দল। পেনাল্টি থেকে গোল করে যান সোমতাই শাজিয়া(সোসো)। ম্যাচ শেষ হয় ১-১ গোলে। ম্যাচের শেষে পাঁচ লক্ষ টাকা তুলে দেওয়া হয় ভাস্কর গঙ্গোপাধ্যায়ের হাতে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy