উল্লাস: বেন স্টোকসের উইকেট নেওয়ার পরে হার্দিক পাণ্ড্যকে অভিনন্দন অধিনায়ক বিরাট কোহালির। মঙ্গলবার ট্রেন্ট ব্রিজ টেস্টের চতুর্থ দিনে জয়ের দিকে আরও এগোল ভারত। ছবি: এএফপি।
সিরিজ ১-২ করতে আর এক উইকেট চাই ভারতের। তার মধ্যেই প্রাক্তন ভারতীয় ক্রিকেটারদের প্রশংসা যশপ্রীত বুমরাকে ঘিরে। হরভজন সিংহ যেমন চতুর্থ দিনের খেলা শেষ হতেই টুইট করলেন, ‘বুম বুম যশপ্রীত বুমরা। পাঁচ উইকেটের জন্য অভিনন্দন।’
প্রাক্তন ভারতীয় টেস্ট ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর আবার আক্ষেপ করে বলছেন, ‘শর্ট বল কেন অস্ত্র হবে না। ক্রিস ওকস তিনটে শর্ট বল করেছিল। আমাদের বুমরাও তিনটে শর্ট করেছে।’ তবে এরই মাঝে ইংল্যান্ডের প্রাক্তন টেস্ট ক্রিকেটার আশাবাদী মাইকেল ভন। তাঁর প্রতিক্রিয়া, ‘দারুণ বল করল বুমরা। সিরিজ জিততে আর তিনটে সেশন ব্যাট করতে হবে ইংল্যান্ডকে।’
স্কোরকার্ড
ভারত ৩২৯ ও ৩৫২-৭ ডি.
ইংল্যান্ড ১৬১ ও ৩১১-৯
ইংল্যান্ড (আগের দিন ২৩-০-এর পর থেকে দ্বিতীয় ইনিংস)
অ্যালেস্টেয়ার কুক ক রাহুল বো ইশান্ত ১৭
কিটন জেনিংস ক পন্থ বো ইশান্ত ১৩
জো রুট ক রাহুল বো বুমরা ১৩
অলি পোপ ক কোহালি বো শামি ১৬
বেন স্টোকস ক রাহুল বো হার্দিক ৬২
জস বাটলার এলবিডব্লিউ বো বুমরা ১০৬
জনি বেয়ারস্টো বো বুমরা ০
ক্রিস ওকস ক পন্থ বো বুমরা ৪
আদিল রশিদ ব্যাটিং ৩০
স্টুয়ার্ট ব্রড ক রাহুল বো বুমরা ২০
জেমস অ্যান্ডারসন ব্যাটিং ৮
অতিরিক্ত ২২
মোট ৩১১-৯
পতন: ১-২৭ (জেনিংস, ৯.৫), ২-৩২ (কুক, ১১.৬), ৩-৬২ (রুট, ২৪.৩), ৪-৬২ (পোপ, ২৫.১), ৫-২৩১ (বাটলার, ৮২.৩), ৬-২৩১ (বেয়ারস্টো, ৮২.৪), ৭-২৪১ (ওকস, ৮৪.৪), ৮-২৪১ (স্টোকস, ৮৫.৫), ৯-২৯১ (ব্রড, ৯৬.২)।
বোলিং: যশপ্রীত বুমরা ২৯-৮-৮৫-৫, ইশান্ত শর্মা ২০-৪-৭০-২, আর অশ্বিন ২২-৮-৪০-০, মহম্মদ শামি ১৮-৩-৭৬-১, হার্দিক পাণ্ড্য ১৩-৪-২২-১।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy