Advertisement
০৩ নভেম্বর ২০২৪

মেসিকে বিশ্রাম দিতে চান ভালভার্দে

ক্যাম্প ন্যু-তে লেগানেসের বিরুদ্ধে মেসি-সহ প্রথম একাদশের বেশ কয়েক জন ফুটবলারকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা রয়েছে বার্সেলোনা ম্যানেজার আর্নেস্তো ভালভার্দের।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৮ ০৫:২০
Share: Save:

চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে এএস রোমার বিরুদ্ধে তিনি পুরো ম্যাচ খেলেছেন। কিন্তু লা লিগায় শনিবার লেগানেসের বিরুদ্ধে ফের তাঁর খেলা নিয়ে সংশয় বাড়ছে। তিনি, লিয়োনেল মেসি।

ক্যাম্প ন্যু-তে লেগানেসের বিরুদ্ধে মেসি-সহ প্রথম একাদশের বেশ কয়েক জন ফুটবলারকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা রয়েছে বার্সেলোনা ম্যানেজার আর্নেস্তো ভালভার্দের। স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, রোমার বিরুদ্ধে পুরো ম্যাচ খেললেও মেসি এখনও সম্পূর্ণ সুস্থ নন। এই পরিস্থিতিতে রোমার বিরুদ্ধে দ্বিতীয় পর্বের ম্যাচের আগে দলের প্রধান অস্ত্রকে খেলানো ঝুঁকির হয়ে যাবে। আবার মেসি না খেললে দলের কী হাল হয় সেভিয়ার বিরুদ্ধে ম্যাচেই প্রমাণ হয়ে গিয়েছিল। চোটের জন্য লা লিগার সেই ম্যাচে বার্সেলোনা তারকাকে প্রথম দলে রাখেননি ভালভার্দে। কিন্তু ০-২ পিছিয়ে যাওয়ার পরে মেসিকে নামান তিনি। ম্যাচের শেষ মুহূর্তে আর্জেন্তিনা অধিনায়কের গোলেই হার বাঁচে বার্সেলোনার।

৩০ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে এই মুহূর্তে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো দে মাদ্রিদের পয়েন্ট ৩০ ম্যাচে ৬৭। রবিবার রিয়াল মাদ্রিদকে হারিয়ে বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমাতে মরিয়া দিয়েগো কোস্তারা। লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের পয়েন্ট ৩০ ম্যাচে ৬৩। আর লেগানেস রয়েছে ১৩ নম্বরে। ৩০ ম্যাচে ৩৬ পয়েন্ট তাদের। লা লিগায় টানা ৩৮ ম্যাচ অপরাজিত থাকার নজিরের সামনে দাঁড়ানো ভালভার্দে বলছেন, ‘‘লেগানেস শক্তিশালী দল। তাই ম্যাচটা একেবারেই সহজ হবে না।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘লেগানেসের খেলার ধরন আমাকে মুগ্ধ করে। তাই সব সময় ওদের বিরুদ্ধে খেলার মুখিয়ে থাকি।’’

অন্য বিষয়গুলি:

Football Lionel Messi Ernesto Valverde
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE