জস বাটলার টুইটার
প্রথম টি২০ ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণ ভাবে ফিরে এল ইংল্যান্ড। লিডসে ৪৫ রানে জয় পেল তারা। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান।
প্রথমে ব্যাট করে ১৯.৫ ওভারে ২০০ রানে সব উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। অধিনায়ক জস বাটলার ৩৯ বল খেলে করেন ৫৯ রান। সাতটি ছয় ও দুটি ছক্কা মারেন তিনি। ভাল ব্যাট করেন মইন আলি (১৬ বলে ৩৬ রান), লিয়াম লিভিংস্টোন (২৩ বলে ৩৮ রান) । পাকিস্তানের হয়ে মহম্মদ হাসনাইন নেন তিনটি উইকেট। ইমদ ওয়াসিম ও হ্যারিস রাউফ নেন দুটি করে উইকেট। শাহিন আফ্রিদি ও শাদাব খান পান একটি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে পাকিস্তান। ওপেনিং জুটিতে ওঠে ৫০ রান। তবে পরপর উইকেট খুইয়ে চাপে পড়ে যায় তারা। সেই চাপ থেকে বেরোতে না পেরে ১৫৫ রানেই শেষ হয়ে যায় তাদের ইনিংস।
England win 👏
— ICC (@ICC) July 18, 2021
They restrict Pakistan to 155/9 and register a 45-run victory in the second T20I.
The series is now level at 1-1.#ENGvPAK | https://t.co/91OY1n1CTL pic.twitter.com/BK3o5gfNUk
পাকিস্তানের সর্বোচ্চ রান করেন মহম্মদ রিজওয়ান (৩৭)। ৩৬ রান করে অপরাজিত থাকেন শাদাব খান। ২২ রান করেন বাবর আজম।
ইংল্যান্ডের হয়ে তিনটি উইকেট নেন সাকিব মাহমুদ। আদিল রশিদ ও মইন আলি নেন দুটি করে উইকেট। টম কারেন ও ম্যাট পার্কিনসন পান একটি করে উইকেট।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy