Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
দলকে জেতাতে মুখ্য ভূমিকা নিলেন ধবন।

দলকে জেতাতে মুখ্য ভূমিকা নিলেন ধবন। ছবি রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৮ জুলাই ২০২১ ২২:৩৬
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ১৮ জুলাই ২০২১ ২২:১০ key status

প্রথম ম্যাচ জিতে নিল ভারত

প্রত্যাশিত ভাবেই প্রথম ম্য়াচ জিতে নিল ভারত। শ্রীলঙ্কাকে হারাল ৭ উইকেটে। ৮৬ রানে অপরাজিত থাকলেন অধিনায়ক শিখর ধবন। মণীশ পান্ডে অপরাজিত থাকলেন ৩১ রানে।

timer শেষ আপডেট: ১৮ জুলাই ২০২১ ২১:৪০ key status

মণীশ আউট

তাড়াহুড়োর দরকার ছিল না। তবু অদ্ভুত ভাবে শট খেলতে গিয়ে উইকেট খোয়ালেন মণীশ।

Advertisement
timer শেষ আপডেট: ১৮ জুলাই ২০২১ ২১:৩৯ key status

অর্ধশতরান ধবনের

অধিনায়ক হয়ে প্রথম ম্যাচেই দুরন্ত খেলছেন ধবন। ৭০ রানে আপাতত অপরাজিত তিনি। উইকেটে সঙ্গী মণীশ পাণ্ডে।

timer শেষ আপডেট: ১৮ জুলাই ২০২১ ২০:৪৭ key status

ভারতের দ্বিতীয় উইকেটের পতন

উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন ঈশান। ৪২ বলে ৫৯ রান করে। তাঁকে আউট করলেন বাঁ হাতি স্পিনার লক্ষ্মণ সান্দাকান।

timer শেষ আপডেট: ১৮ জুলাই ২০২১ ২০:৩২ key status

অর্ধশতরান ঈশানের

পৃথ্বীর মতোই দাপট দেখাচ্ছেন ঈশানও। ঝোড়ো ইনিংস খেলছেন তিনি। ৩৪ বলে নিজের অর্ধশতরান পূরণ করলেন।

timer শেষ আপডেট: ১৮ জুলাই ২০২১ ২০:১৬ key status

১০ ওভারে ভারত ৯১-১

পৃথ্বীকে হারানোর ধাক্কা সামলে নিয়েছেন শিখর ধবন (১৪) এবং ঈশান কিশান (২৪)। দুজনে জমে গিয়েছেন ক্রিজে।

Advertisement
timer শেষ আপডেট: ১৮ জুলাই ২০২১ ১৯:৫২ key status

পৃথ্বী আউট

দুর্দান্ত শুরু করেছিলেন। কিন্তু অর্ধশতরানের আগেই ধনঞ্জয়ের বলে ফিরে গেলেন পৃথ্বী। ২৪ বলে ৪৩ করেছেন।

timer শেষ আপডেট: ১৮ জুলাই ২০২১ ১৯:২৪ key status

নামল ভারত

শ্রীলঙ্কার রান তাড়া করতে নামল ভারত। প্রথম ওভারেই দুটি চার পৃথ্বী শ-র।

timer শেষ আপডেট: ১৮ জুলাই ২০২১ ১৮:৫০ key status

নয় উইকেটে ২৬২ তুলল শ্রীলঙ্কা

শেষ দিকে ঝোড়ো ইনিংস খেললেন করুণারত্নে। তাঁর ৩৫ বলে ৪৩ রানের সৌজন্যে ২৬২-৯ তুলল শ্রীলঙ্কা। ধবনদের সামনে লক্ষ্য ২৬৩।

timer শেষ আপডেট: ১৮ জুলাই ২০২১ ১৮:৩১ key status

বোলার হার্দিকের উইকেট

দীর্ঘদিন পর বল হাতে উইকেট পেলেন হার্দিক পাণ্ড্য। ফিরিয়ে দিলেন ইসুরু উদানাকে।

timer শেষ আপডেট: ১৮ জুলাই ২০২১ ১৮:১৭ key status

দ্বিতীয় উইকেট চহালের

সপ্তম উইকেটের পতন শ্রীলঙ্কার। চহালের বলে ফিরলেন দাসুন শানাকা।

timer শেষ আপডেট: ১৮ জুলাই ২০২১ ১৮:০০

এবার আউট হাসারাঙ্গা

দীপক চাহারের দ্বিতীয় উইকেট। ফিরিয়ে দিলেন হাসারাঙ্গাকে।

timer শেষ আপডেট: ১৮ জুলাই ২০২১ ১৭:৪৪ key status

ভাঙল জুটি

দীপক চাহারের বলে উইকেটকিপার ঈশান কিশানের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন আসালাঙ্কা। পঞ্চম উইকেট পড়ল।

timer শেষ আপডেট: ১৮ জুলাই ২০২১ ১৭:৩৮ key status

১৫০ পেরোল শ্রীলঙ্কা

উইকেটে জমে গিয়েছে শানাকা এবং আসালাঙ্কা। দীর্ঘক্ষণ কোনও ঝটকা দিতে পারেনি ভারত।

timer শেষ আপডেট: ১৮ জুলাই ২০২১ ১৭:০৭

শ্রীলঙ্কা ২৮ ওভারে ১২৬-৪

অধিনায়ক দাসুন শানাকা (৩) নেমেছেন। সঙ্গে রয়েছেন চরিতা আসালাঙ্কা (১৭)।

timer শেষ আপডেট: ১৮ জুলাই ২০২১ ১৬:৫৩ key status

চতুর্থ উইকেটের পতন শ্রীলঙ্কার

এবার সাফল্য পেলেন ক্রুণাল পাণ্ড্য। ফেরালেন ধনঞ্জয় ডি’সিলভাকে। 

timer শেষ আপডেট: ১৮ জুলাই ২০২১ ১৬:২৮ key status

জোড়া উইকেট কুলদীপের

একই ওভারে দুই সেট হয়ে যাওয়া ব্যাটসম্যান ভানুকা রাজাপক্ষ (২৪) এবং মিনোদ ভানুকাকে (২৭) ফিরিয়ে দিলেন কুলদীপ।

timer শেষ আপডেট: ১৮ জুলাই ২০২১ ১৫:৪৮ key status

প্রথম উইকেট ভারতের

বোলিং করতে এসেই ঝটকা দিলেন যুজবেন্দ্র চহাল। তাঁর প্রথম বলেই ফিরলেন ফার্নান্ডো।

timer শেষ আপডেট: ১৮ জুলাই ২০২১ ১৫:৪১ key status

বোলিং করছেন হার্দিক পাণ্ড্য

অবশেষে ফের হার্দিকের হাতে উঠল বল। এখন দেখার কতটা সফল হন তিনি।

timer শেষ আপডেট: ১৮ জুলাই ২০২১ ১৫:৩৫

৭ ওভারে শ্রীলঙ্কা ৩২-০

এখনও উইকেট পায়নি ভারত। ৭ ওভারে শ্রীলঙ্কা বিনা উইকেটে ৩২।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy