ক্রিকেটের এক বিচিত্র নিয়ম হল মানকারেড। ১৯৪৭ সালে ভারতের বিনু মাঁকড় অস্ট্রেলিয়ার বিল ব্রাউনকে এই পদ্ধতিতে প্রথম আউট করেন বলে এই অদ্ভুত নাম। এই নিয়মে বোলিং রান আপ শেষে বোলার যদি দেখেন নন স্ট্রাইকার ক্রিজের বাইরে আছেন, তখন তিনি নন স্ট্রাইকারের বেল ভেঙে আউট করতে পারেন। বোলার সফল না হলে বলটিকে ডেড বল ঘোষণা করা হবে।
টেস্টে একটি নিয়ম রয়েছে যার নাম ফরফেচার। দুই দলের অধিনায়ক সম্মত হলে একটি করে ইনিংস পুরো ডিক্লেয়ার করতে পারে। ২০০০ সালে টেস্টে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দিনে করে ৬ উইকেটে ১৫৫। তিন দিন বৃষ্টি হয়। প্রথম ইনিংসে ২৪৮ রানের পর হ্যান্সি ক্রোনিয়ে ইংল্যান্ডের অধিনায়ক নাসির হুসেনকে ফরফেচারে আবেদন করেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy