নায়ক: জোড়া গোল করলেন অ্যাজ়ার। সোমবার। এএফপি
স্ট্যামফোর্ড ব্রিজ ছেড়ে এডেন অ্যাজ়ার কি এ বার পাড়ি দিতে চলেছেন সান্তিয়াগো বের্নাবাউয়ে? সোমবার তাঁর জোড়া গোলে ওয়েস্ট হ্যামকে হারানোর পরে সেই প্রশ্নই জোরালো হয়েছে চেলসি শিবিরে।
সোমবারের জয়ের সুবাদে ইপিএল টেবলের তিন নম্বরে উঠে এসেছে চেলসি। ৩৩ ম্যাচে তাদের পয়েন্ট ৬৬। কিন্তু সে বিষয় নিয়ে মাথা ঘামাতে চেলসি সমর্থকেরা খুব উৎসাহী নন। ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, রিয়াল মাদ্রিদ ১০০ কোটি পাউন্ড (ভারতীয় মুদ্রায় ৯০৫ কোটি টাকা) দিতে চেয়েছেন তাঁকে। যে লোভনীয় প্রস্তাব ফেরানো হয়তো কঠিনই হয়ে পড়বে অ্যাজ়ারের পক্ষে। ফলে জল্পনা ক্রমশ বাড়ছে।
সোমবার ম্যাচের পরে অ্যাজ়ারের ক্লাব ছাড়ার সম্ভাবনা নিয়েই প্রশ্ন উড়ে আসে মাউরিসিয়ো সাররির দিকে। চেলসি ম্যানেজার জানিয়ে দেন, অ্যাজ়ার যদি একান্তই চেলসি ছাড়ার সিদ্ধান্ত নেন, তিনি তাঁকে স্বাগতই জানাবেন। সাররি বলেছেন, ‘‘ও যদি মনে করে ইপিএল-বৃত্তের বাইরে গিয়ে অন্য দেশের ফুটবল লিগের অভিজ্ঞতা অর্জন করা প্রয়োজন, তা হলে ওকে ধরে রাখা কঠিন হবে।’’
যদিও সাররি এ-ও জানিয়ে দিতে ভোলেননি, তিনি ব্যক্তিগত ভাবে অ্যাজ়ারকে চেলসিতে থাকার পরামর্শ দেবেন। তাঁর কথায়, ‘‘১০০ মিলিয়ন পাউন্ড খুব বড় অঙ্ক বলে আমি মনে করি না। শেষ ট্রান্সফার উইন্ডোতে তো এই অঙ্কটা খুবই সাধারণ ছিল।’’ তিনি আরও বলেছেন, ‘‘ও মাঠে থাকলে ফুটবলটা অনেক সহজ হয়ে যায়। একজন ম্যানেজার হিসেবে বলতে পারি, দলে অ্যাজ়ারের মতো এক ফুটবলার থাকা বাকিদের কাছে ভাগ্যের ব্যাপার। ওর মতো ফুটবলারকে রেখে দেওয়ার চেষ্টা করব।’’ যাঁকে নিয়ে এত জল্পনা, সেই অ্যাজ়ার সোমবার বলেছেন, ‘‘এটুকু বলতে পারি, যা প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ ভুল। এই মুহূর্তে আমার ভাবনায় শুধুমাত্র রয়েছে চেলসি। আমরা কিন্তু আরও ভাল জায়গায় পৌঁছে মরসুম শেষ করতে পারি।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy