তথাকথিত বড় ক্লাব নয়, সিএবি লিগ চ্যাম্পিয়ন এ বার ইস্টার্ন রেল। তারা দু’দিনের চ্যাম্পিয়নশিপ প্লে-অফ ফাইনালে শুক্রবার ওয়াইএমসিএ-কে চার উইকেটে হারিয়ে লিগ খেতাব জিতল। দশ বছর আগে ২০০৪-০৫ মরসুমে কালীঘাটকে হারিয়ে লিগ চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টার্ন রেল। তার পর থেকে দুই প্রধানের দাপটই বেশি ছিল সিএবি প্রথম ডিভিশন লিগে। এ বার সেই প্রথা ভেঙে ফের সাফল্যের আলোয় ফিরে এলেন রেলের ক্রিকেটাররাই।
ইডেনে আগের দিন ওয়াইএমসিএ নির্ধারিত ৮৫ ওভারে ন’উইকেটে ২৯৫ তুলেছিল। এ দিন ইস্টার্ন রেলের ব্যাটসম্যানরা ছ’উইকেট হারিয়ে জয়ের টার্গেটে পৌঁছে যান ৭৯.৩ ওভারে। আগের দিন বল হাতে তিন উইকেট নেওয়া পঙ্কজ সাউ এ দিন ব্যাট হাতেও সফল। ৭৬ রানে অপরাজিত থাকেন তিনি। সেমিফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়েছিল ইস্টার্ন রেল। মোহনবাগান আরও আগেই খেতাবের দৌড় থেকে ছিটকে যায়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy