ইস্টবেঙ্গলের অনুশীলন। -ফাইল চিত্র।
আই লিগে প্রথম জয় পেল ইস্টবেঙ্গল। তাও আবার অ্যাওয়ে ম্যাচে। ঘরের মাঠে আইজল এফসির কাছে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল মর্গ্যানকে। কিন্তু পুণেতে ডিএসকে শিবাজিয়ান্সকে ১-২ গোলে হারিয়ে জয়ের মুখ দেখলেন মেহতাবরা। ম্যাচ শুরুর আট মিনিটের মধ্যেই গোলের মুখ প্রায় খুলেই ফেলেছিল ইস্টবেঙ্গল। বল নিয়ে প্রতিপক্ষ বক্সে ঢুকে পড়েছিলেন প্লাজা। তা দেখে গোল ছেড়ে বেরিয়ে আসেন শিবাজিয়ান্স গোলকিপার। কিন্তু ফাঁকা গোলে বল রাখতে পারেননি প্লাজা। তবে গোলের মুখ খুলতে বেশি সময় নেয়নি ইস্টবেঙ্গল। ম্যাচের ১৩ মিনিটেই পেনাল্টি তুলে নেন ওয়েডসন। ফাউল করে হলুদ কার্ড দেখেন শিবাজিয়ান্স গোলকিপার পইরি। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি ওয়েডসন আনসেলেম। ১-০তে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। প্রথমার্ধ ১-০ গোলে শেষ হলেও প্রথমার্ধের শেষের দিকে বেশ কয়েকবার ইস্টবেঙ্গল রক্ষণকে চাপে ফেলে দিয়েছিল হোম টিম। কিন্তু গোলের নিচে রেহনেশ একাধিকবার মান রাখলেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সুযোগ এসে গিয়েছিল ইস্টবেঙ্গলেরও। কিন্তু কাজে লাগেনি।
আরও খবর: ডাফিকে দেখে কেটে গেল সনির জেট ল্যাগও
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর মরিয়া লড়াই শুরু করে ডিএসকে শিবাজিয়ান্স। যার ফলে ৬৪ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান গৌরমাঙ্গি সিংহ। তাঁর কেরিয়ারের এটাই প্রথম গোল। গোলের জন্য ততক্ষণে রবিন সিংহকে নামিয়ে দিয়েছেন মর্গ্যান। তিনি গোল না পেলেও জয়ের গোল করে গেলেন উইলস প্লাজা। ৮০ মিনিটে ২-১ এগিয়ে যাওয়ার পর ইস্টবেঙ্গলের থেকে আর পয়েন্ট কাড়তে পারেনি শিবাজিয়ান্স। জিতেই গোয়ায় চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে খেলতে নামবে লাল-হলুদ ব্রিগেড।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy