Advertisement
০৬ নভেম্বর ২০২৪

চেলসি ও কন্তেকে তোপ দাগলেন কোস্তা

শুধু চেলসিই নয়। কোস্তা ব্রাজিল থেকে তোপ দেগেছেন চেলসি কোচ আন্তোনিও কন্তেকেও। তাঁর কথায়, ‘‘কন্তেই এসএমএস পাঠিয়ে বলেছিলেন, তিনি আমাকে টিমে চান না। ওই এসএমএস আমি যত্ন করে রেখে দিয়েছি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৭ ০৫:৩৪
Share: Save:

চেলসি কোচ আন্তোনিও কন্তে তাঁকে বাদ দেওয়ার পর এত দিন তিনি চাপচাপই ছিলেন। অবশেষে চেলসি ও আন্তোনিও কন্তে নিয়ে ব্রিটিশ মিডিয়ার কাছে মুখ খুললেন দিয়েগো কোস্তা। ব্রাজিলের বাড়ি থেকেই তাঁর বিস্ফোরক অভিযোগ, ‘‘চেলসি আমার সঙ্গে অপরাধীর মতো ব্যবহার করতে চেয়েছিল।’’

ইংলিশ প্রিমিয়ার লিগের শুরুতেই ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে বার্নলের কাছে চেলসির হারের পর সমর্থকরা কোস্তা ফেরাও দাবি তুলে দিয়েছেন ইতিমধ্যেই। যা কানে গিয়েছে কোস্তারও। ব্রাজিল থেকে কোস্তা বলেছেন, ‘‘চেলসি আমাকে বলেছিল রিজার্ভ টিমের সঙ্গে প্র্যাকটিস করতে। ফলে আমি প্রথম টিমের ড্রেসিংরুমও ব্যবহার করতে পারতাম না। আমি তো অপরাধী নই। কিন্তু ওরা আমার সঙ্গে সে রকম ব্যবহারই করতে চেয়েছিল।’’

শুধু চেলসিই নয়। কোস্তা ব্রাজিল থেকে তোপ দেগেছেন চেলসি কোচ আন্তোনিও কন্তেকেও। তাঁর কথায়, ‘‘কন্তেই এসএমএস পাঠিয়ে বলেছিলেন, তিনি আমাকে টিমে চান না। ওই এসএমএস আমি যত্ন করে রেখে দিয়েছি। ম্যানেজার নিজেই যখন আমাকে চান না, তা হলে আমি আর চেলসিতে ফিরব কেন? আমি নিজের থেকে ক্লাব ছাড়তে চাইনি। তাই আশা করব, চেলসি আমাকে রিলিজ করে দেবে। আর কন্তে ম্যানেজার হিসেবে মোটেও আকর্ষণীয় নন। ফুটবলারদের সঙ্গে সর্বদা একটা দূরত্ব রেখে চলেন।’’

কন্তেকে নিয়ে বিষোদগার করতে গিয়ে কোস্তা এখানেই থেমে থাকেননি। তিনি আরও বলেছেন, ‘‘জানুয়ারিতেই আমার সঙ্গে চুক্তি নবিকরণ করার জন্য বসার কথা ছিল চেলসি কর্তাদের। কিন্তু ম্যানেজারই প্রভাব খাটিয়ে তা বন্ধ করে দেন। আমি চেলসি ডিরেক্টর মারিয়া গ্র্যানোভাস্কাইয়াকে বলে দিয়েছি, রিলিজ করে দেওয়ার জন্য। কারণ আমি আতলেতিকো মাদ্রিদে খেলতে চাই।’’

অন্য বিষয়গুলি:

Diego Costa Antonio Conte Chelsea Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE