Advertisement
০৫ নভেম্বর ২০২৪
বিশ্বকাপের মহড়া শুরু ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই

ডেথ বোলিং ধাঁধার সমাধান চান ধোনি

বছর শেষেই কঠিন অস্ট্রেলিয়া সফর। তার আগে নিজেদের শক্তি-দুর্বলতা যাচাই করে নেওয়ার সুযোগ বলতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। বুধবার থেকে শুরু সিরিজটাকে সে ভাবেই দেখছেন মহেন্দ্র সিংহ ধোনি। ভারত অধিনায়ক অবশ্য এটাও সাফ জানিয়ে দিয়েছেন, পরীক্ষানিরীক্ষার স্বার্থে সিরিজ-জয়ের লক্ষ্য থেকে সরবে না টিম ইন্ডিয়া। “আমরা বৃহত্তর ছবিটার উপর ফোকাস করতে চাই। এই সিরিজে কিছু কিছু জিনিস দেখে নিতে চাই, যাতে অস্ট্রেলিয়া গিয়ে মনে না হয়, এগুলো আগেই পরীক্ষা করে দেখা উচিত ছিল। ক্রিকেটাররা কী করতে পারে দেখে নেব।”

কোহলিকে নিয়ে ধোনির শরীরচর্চা। কোচিতে। ছবি: পিটিআই

কোহলিকে নিয়ে ধোনির শরীরচর্চা। কোচিতে। ছবি: পিটিআই

কোচি
শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৪ ০১:৪৭
Share: Save:

বছর শেষেই কঠিন অস্ট্রেলিয়া সফর। তার আগে নিজেদের শক্তি-দুর্বলতা যাচাই করে নেওয়ার সুযোগ বলতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। বুধবার থেকে শুরু সিরিজটাকে সে ভাবেই দেখছেন মহেন্দ্র সিংহ ধোনি। ভারত অধিনায়ক অবশ্য এটাও সাফ জানিয়ে দিয়েছেন, পরীক্ষানিরীক্ষার স্বার্থে সিরিজ-জয়ের লক্ষ্য থেকে সরবে না টিম ইন্ডিয়া।

“আমরা বৃহত্তর ছবিটার উপর ফোকাস করতে চাই। এই সিরিজে কিছু কিছু জিনিস দেখে নিতে চাই, যাতে অস্ট্রেলিয়া গিয়ে মনে না হয়, এগুলো আগেই পরীক্ষা করে দেখা উচিত ছিল। ক্রিকেটাররা কী করতে পারে দেখে নেব। আমার নিজেকেও যাচাই করার একটা ব্যাপার আছে,” কোচিতে প্রথম ওয়ান ডে-র চব্বিশ ঘণ্টা আগে বলেছেন ধোনি। সঙ্গে এ-ও বলেছেন, “তবে ভাল শুরু করে সিরিজ জেতার লক্ষ্যে এগনোটাও সমান গুরুত্বপূর্ণ।”

রোহিত শর্মার চোট, তাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অজিঙ্ক রাহানের ওপেন করার সম্ভাবনা প্রবল। ধোনি পরিষ্কার বলেও দিয়েছেন, রোহিতের চেয়ে ওপেনার হিসেবে রাহানে তাঁর বেশি পছন্দের। “রাহানে দারুণ ওপেনার। আইপিএলেও ওপেন করে। সিমার, স্পিনারদের বিরুদ্ধে সমান ধারাবাহিক। ওপেনারের দায়িত্ব ওরই নেওয়া উচিত। এ বারের আগের ইংল্যান্ড সফরেও তো রাহানে ওপেন করেছিল। ওপেনিংয়ে অজিঙ্ক, পরের দিকে রোহিত এটাই আদর্শ ব্যাটিং অর্ডার। দেখা যাক কী হয়। মনে হয় অজিঙ্কর আরও অনেক কিছু দেওয়া বাকি,” বলেছেন ধোনি।

তবে অস্ট্রেলিয়া সফর আর তার পর ২০১৫ বিশ্বকাপের আগে ধোনির সত্যিকারের চিন্তা ডেথ বোলিং। তাঁর কথায়, “ডেথ বোলিং সত্যিই একটা চিন্তার জায়গা। সমস্যাটা মেটানো খুব কঠিন। প্ল্যানগুলো ঠিকঠাক কাজে লাগাতে হবে। আরও উন্নতি করতে হবে, কারণ আমাদের হাতে খুব বেশি পেসার নেই যারা ভাল লাইন-লেংথে জোরে বল করতে পারে। যদি জোরে বল না করা যায় বা লাইন ঠিক না থাকে, তা হলে ব্যাটসম্যানদের কাজটা সহজ হয়ে যায়।” সঙ্গে আরও যোগ করেছেন, “প্ল্যানগুলো কাজে লাগাতে হবেই। সফল বোলাররা সব সময় ভাল ইয়র্কার দেয়, সঙ্গে স্লোয়ার। এটা নিয়ে আমরা প্রচুর খাটছি। অস্ট্রেলিয়া সফর আর বিশ্বকাপের আগে সমস্যার সমাধান হবে বলে আশা করছি।”

চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে তাঁর বোলিং অ্যাকশন নিয়ে দু’বার রিপোর্ট জমা পড়ায় ভারতের বিরুদ্ধে সিরিজেও খেলতে পারছেন না সুনীল নারিন। ক্যারিবিয়ান স্পিন-রহস্যের অনুপস্থিতি ভারতকে বাড়তি সুবিধে করে দেবে বলে অবশ্য মনে করেন না ধোনি। “কোনটা ঠিক আর কোনটা ভুল, সেটা আমাদের দেখা উচিত। কারও অ্যাকশন যদি বৈধ না হয়, তা হলে সে অন্য বোলারদের চেয়ে বেশি সুবিধে পায়। যেটা বৈধ সেটা মেনে নিতেই হবে। কিন্তু কোনটা অবৈধ, সেটা আইসিসিরই ঠিক করা উচিত। কাউকেই বাড়তি সুবিধে দেওয়া উচিত নয়।” ধোনির আরও ব্যাখ্যা, “বোলিং অ্যাকশন নিয়ে কড়া হওয়াটা খুব ভাল সিদ্ধান্ত। এখন কড়া না হলে সেই সব বোলারদের প্রতি অন্যায় করা হবে, যাদের অ্যাকশন বৈধ। যাদের বিরুদ্ধে রিপোর্ট করা হয়েছে, তারা তো সময় পাচ্ছে অ্যাকশন শুধরে ফিরে আসার। আমি কারও নাম করছি না, কিন্তু অবৈধ অ্যাকশন নিয়ে কড়া হওয়াটা ভাল সিদ্ধান্ত।”

ঘরোয়া ক্রিকেটে সম্পূর্ণ অনভিজ্ঞ কুলদীপ যাদবের জাতীয় দলে ডাক পাওয়ায় অনেকেই অবাক হয়েছেন। ধোনি অবশ্য মনে করেন যে, দেশের একমাত্র চায়নাম্যান বোলারের এই সুযোগটা প্রাপ্য। “দেখা যাক কুলদীপ আন্তর্জাতিক স্তরে কী ভাবে মানিয়ে নেয়। চ্যাম্পিয়ন্স লিগে দেখলাম, রিস্ট স্পিনার হওয়ায় ও বেশি টার্ন পাচ্ছিল। ব্যাটসম্যানদের ধাঁধায় ফেলে দেওয়ার ক্ষমতাও ওর আছে। তবে দেখা যাক, চল্লিশ হাজার দর্শকের সামনে খেলার চাপটা ও কী ভাবে সামলায়।”

এত কিছুর মধ্যে প্রথম ওয়ান ডে নিয়ে ধোনির একমাত্র মন্তব্য, টসটা বেশ গুরুত্বপূর্ণ হবে। “আজ সকালে প্র্যাকটিসের সময় মাঠকর্মীদের শিশির নিয়ে জিজ্ঞেস করলাম। এ সব ক্ষেত্রে টসটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। প্রথমে বল করলে খুব বেশি শিশির থাকে না বলে স্পিনাররা স্বচ্ছন্দে বল করতে পারে।”

অন্য বিষয়গুলি:

virat kohli team india indian captain MS Dhoni
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE