Advertisement
২১ সেপ্টেম্বর ২০২৪

বিজয় হজারে ট্রফি জিতে নিল মুম্বই

দিল্লিকে ১৭৭ রানে অল আউট করে দিয়ে অনায়াসে বিজয় হজারে ট্রফি জিতে নিল মুম্বই।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৮ ০৫:০৬
Share: Save:

দিল্লিকে ১৭৭ রানে অল আউট করে দিয়ে অনায়াসে বিজয় হজারে ট্রফি জিতে নিল মুম্বই। এই নিয়ে তৃতীয় বার জাতীয় ওয়ান ডে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল তারা। ২০০৬-’০৭ মরসুমে রাজস্থানকে হারিয়ে শেষ বার দেশের সেরা ওয়ান ডে খেলিয়ে দলের খেতাব জয়ের পরে এ বারই সেই ট্রফি হাতে নিলেন মুম্বইয়ের ক্রিকেটাররা।

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে এ দিন বোলারদের দাপটই ছিল বেশি। টস জিতে মুম্বই প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। দুই পেসার শিবম দুবে ও ধবল কুলকার্নি তিনটি করে উইকেট নিয়ে গৌতম গম্ভীরদের মাত্র ৪৫.৪ ওভারে ১৭৭ রানে শেষ করে দেন। পাল্টা ব্যাট করতে নেমে ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞ আদিত্য তারে ৮৯ বলে ৭১ রান করে মুম্বইয়ের জয়ের রাস্তা অনেক সহজ করে তোলেন। পৃথ্বী শ অবশ্য তিন বলে দু’টি চার মেরে আট রান করে ফিরে যান।

হারের পরে হতাশ দিল্লির অধিনায়ক গৌতম গম্ভীর বলেন, ‘‘আমরা খুবই কম রান তুলতে পেরেছি।’’ উচ্ছ্বসিত মুম্বই অধিনায়ক শ্রেয়স আইয়ার বলেন, ‘‘সাফল্যের দলের সকলেরই অবদান রয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE