শ্রীকৃষ্ণ মাহাতো। নিজস্ব চিত্র
বধিরদের জাতীয় প্রতিযোগিতায় সফল হলেন গোয়ালতোড়ের শ্রীকৃষ্ণ মাহাতো। ‘অল ইন্ডিয়া স্পোর্টস কাউন্সিল অফ ডেফ’-এর উদ্যোগে গত ১-৬ ডিসেম্বর ঝাড়খন্ডের রাঁচি মেগা স্পোর্টস কমপ্লেক্স-এ আয়োজিত হয় ২২তম ‘ন্যাশনাল গেমস অফ দ্য ডেফ’। প্রতিযোগিতায় ১০০ মিটার ও ২০০ মিটার দৌড়ে প্রথম হয়েছেন শ্রীকৃষ্ণ।
জন্ম থেকেই শ্রীকৃষ্ণ মূক ও বধির। হলদিয়ার সুতাহাটায় মূক ও বধিরদের বিদ্যালয় ‘শ্রুতি’-তে পড়াশোনা শুরু করেছিলেন। ছোট থেকেই খেলাধুলায় পারদর্শী ছি্লেন। রাজ্য, জাতীয়স্তর ছাড়াও আন্তর্জাতিক স্তরেও সফল হয়েছেন। ২০১২ সালে কানাডায় আয়োজিত ‘ওয়ার্ল্ড ডেফ অ্যাথলেটিক চ্যাম্পিয়ানশিপ’ যোগ দিয়ে সফল হন। ২০১৫ সালে তাইওয়ানে আয়োজিত বধিরদের এশিয়া কাপে ও ২০১৭ সালের ২৩তম ‘সামারডে অলিম্পিক’-এও সফল হন জঙ্গলমহলের ২৩ বছরের এই যুবক। চলতি বছর ঝাড়খণ্ডে আয়োজিত জাতীয় প্রতিযোগিতাতেও ভাল ফল করেছেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের বোন টুসু মাহাতো দাবি করেন, শ্রীকৃষ্ণ এ বার ১০০ মিটার দৌড়ে সময় নিয়েছেন ১১.১১ সেকেন্ড। ২০০ মিটার দৌড়ে সময় নিয়েছেন ২২.৯৯ সেকেন্ড। আগামী এশিয়া কাপে যোগ দেওয়ার জন্য বাছাই শিবিরে ডাক পাওয়ার ব্যাপারেও আশাবাদী শ্রীকৃষ্ণ।
বিভিন্ন প্রতিযোগিতায় সফল হলেও কাজের সুযোগ পাননি বলে আক্ষেপ টুসুদেবীর। তাঁর অভিযোগ, জাতীয় ও আন্তর্জাতিক স্তরের বিভিন্ন প্রতিযোগিতায় সফল হলেও একটা কাজের জন্য দাদা সরকারের কাছে বারবার আবেদন করেছেন। যদিও হতাশ হয়ে তাঁকে ফিরে আসতে হয়েছে। টুসুদেবীর দাবি, হরিয়ানা-সহ বিভিন্ন রাজ্যে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় সফল হলে রাজ্য সরকার থেকে প্রতিযোগীরা নানা ধরনের সুবিধা পান। আমাদের রাজ্যে সফল প্রতিযোগীরা কোনও সুবিধা পান না। এতে প্রতিযোগীদের মনোবল ভেঙে যায়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy