ড্যারেন গফ।
চোটের জন্য প্রথম টেস্টে ভারত পাচ্ছে না তাদের অন্যতম সেরা দুই পেসার— ভুবনেশ্বর কুমার এবং যশপ্রীত বুমরাকে। কিন্তু তাতে বিরাট কোহালিদের চিন্তার কিছু নেই বলেই মনে করেন ইংল্যান্ডের প্রাক্তন পেসার ড্যারেন গফ। তাঁর মতে, ভুবি, বুমরার অনুপস্থিতি ঢেকে দেওয়ার মতো ক্ষমতা ভারতীয় বোলিংয়ের আছে।
ইংল্যান্ডের প্রাক্তন এই পেসার রবিবার সংবাদসংস্থাকে বলেছেন, ‘‘মানছি, ভুবনেশ্বরের না থাকাটা বড় ক্ষতি। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেটে চোটের কারণে ও সেরা ছন্দে ছিল না। আর এই ভারতীয় দলটা কিন্তু এখন আর এক জন বোলারের ওপর নির্ভরশীল নয়। যে কোনও ধরনের পিচে খেলার মতো বোলিং আছে ভারতের।’’
ভারতকে হারাতে গেলে যে টেস্টে সেরা খেলাটা খেলতে হবে ইংল্যান্ডকে, তা নিয়ে কোনও সন্দেহ নেই গফের। তিনি বলছেন, ‘‘দেশে হোক কী বিদেশে, ভারতকে হারানো কিন্তু এখন সোজা কাজ নয়। কারণ ওদের বোলিং আক্রমণ সব রকম পরিস্থিতির জন্য তৈরি।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy