Advertisement
৩০ অক্টোবর ২০২৪
French Open 2024

ফরাসি ওপেনে অঘটন, বিদায় পঞ্চম বাছাই মেদভেদেভের, কোয়ার্টারে সিনার, সাবালেঙ্কা

ফরাসি ওপেনে সোমবার অঘটন। ছেলেদের বিভাগে বিদায় নিলেন পঞ্চম বাছাই ড্যানিল মেদভেদেভ। চার সেটের লড়াইয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন দ্বিতীয় বাছাই ইয়ানিক সিনার। মেয়েদের বিভাগে এরিনা সাবালেঙ্কা এবং এলিনা রিবাকিনা জিতেছেন।

tennis

বিদায় মেদভেদেভের। ছবি: রয়টার্স।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৩ জুন ২০২৪ ২৩:২২
Share: Save:

ফরাসি ওপেনে সোমবার অঘটন। ছেলেদের বিভাগে বিদায় নিলেন পঞ্চম বাছাই ড্যানিল মেদভেদেভ। রাশিয়ার খেলোয়াড় হেরে গিয়েছেন একাদশ বাছাই অ্যালেক্স ডি’মিনরের কাছে। তবে চার সেটের লড়াইয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন দ্বিতীয় বাছাই ইয়ানিক সিনার। মেয়েদের বিভাগে এরিনা সাবালেঙ্কা এবং এলিনা রিবাকিনা জিতেছেন।

অস্ট্রেলিয়ার প্রথম খেলোয়াড় হিসাবে ২০ বছর পর ফরাসি ওপেনের শেষ আটে পৌঁছলেন ডি’মিনর। শেষ বার এই কাজ করে দেখিয়েছিলেন লেটন হিউইট। ম্যাচের মাঝে পায়ের সমস্যায় ভোগেন মেদভেদেভ। শেষ পর্যন্ত ডি’মিনরের কাছে ৬-৪, ২-৬, ১-৬, ৩-৬ গেমে হারেন তিনি।

ডি’মিনরের বিরুদ্ধে শেষ আট বারের সাক্ষাতে মাত্র দু’বার হেরেছিলেন মেদভেদেভ। তৃতীয় গেমে ব্রেক করে প্রথম সেট পকেটে পুরে নেন। দ্বিতীয় সেটেও এগিয়ে যান। কিন্তু সময় এগোনোর সঙ্গে সঙ্গে তিনি খেলায় ছন্দ হারাতে থাকেন। ডি’মিনর তৃতীয় সেটে একসময় ৫-১ গেমে এগিয়ে যান। সেটও জেতেন। চতুর্থ সেটও জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন।

সিনারকে হারতে হয়েছে প্রথম সেটে। ফ্রান্সের কোঁহতা মুতেতের বিরুদ্ধে ২-৬ গেমে হেরে যান তিনি। স্থানীয় ছেলে হওয়ায় সমর্থন ছিল মুতেতের দিকে। কিন্তু ঘুরে দাঁড়াতে সময় নেননি সিনার। পরের তিনটি সেট ৬-৩, ৬-২, ৬-১ গেমে জিতে নেন তিনি।

বিশ্বের চার নম্বর মহিলা খেলোয়াড় রিবাকিনা এ বার ফরাসি ওপেন জয়ের দাবিদার হয়ে উঠছেন। সোমবার ইউক্রেনের এলিনা সোয়াইতোলিনাকে তিনি হারিয়েছেন ৬-৪, ৬-৩ গেমে। দ্বিতীয় বার ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন তিনি। শুরুতে দুই খেলোয়াড়ই সার্ভিস হারান। কিন্তু রিবাকিনা ক্রমশ নিজের খেলায় উন্নতি করতে থাকেন। সেটও জিতে নেন।

দ্বিতীয় সেটে রিবাকিনাকে আটকানো যায়নি। উল্টো দিকে সোয়াইতোলিনা কোনও লড়াই-ই দিতে পারেননি। বরং দ্বিতীয় সেটের শুরু থেকে বেশ ক্লান্তি দেখা যায় তাঁর খেলায়। এই সুযোগে আরও ভয়ডরহীন খেলা খেলতে শুরু করেন রিবাকিনা। শেষ পর্যন্ত সেটও জিতে নেন।

তবে পরের রাউন্ডে ইটালির জেসমিন পাওলিনিকে খেলার আগে সতর্ক রিবাকিনা। বলেছেন, “এখন আমাকে আরও বেশি ফোকাস করতে হবে। ম্যাচগুলো ক্রমশ কঠিন হচ্ছে। ধারাবাহিকতা ধরে রাখতে হবে।”

দ্বিতীয় বাছাই সাবালেঙ্কা ৬-২, ৬০৩ হারিয়েছেন আমেরিকা এমা নাভারোকে। সাবালেঙ্কার জিততে সময় লেগেছে এক ঘণ্টার সামান্য বেশি। প্যারিসে প্রথম বার খেতাব জয়ের দৌড়ে নিজেকে ভাল ভাবেই রাখলেন তিনি।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE