এ বারের আইপিএলে বেশির ভাগ দলই ঘরের মাঠের সুবিধা নিতে পারছে না। একের পর এক ম্যাচে হারতে হচ্ছে। পছন্দের পিচও পাচ্ছে না কেউ। কলকাতা, বেঙ্গালুরু, হায়দরাবাদের অবস্থা সবচেয়ে খারাপ। কেন এ রকম হচ্ছে? সম্ভাব্য একটা কারণ খুঁজে বার করেছেন রাহুল দ্রাবিড়। রাজস্থানের কোচের মতে, মহা নিলামের পর এটাই প্রথম বছর বলে ক্রিকেটারদের মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে।
দিল্লি, গুজরাত এবং মুম্বই ঘরের মাঠে হারের চেয়ে বেশি জিতেছে। বাকি সব দলে অবস্থা খারাপ। বেঙ্গালুরু ঘরের মাঠে হারের হ্যাটট্রিক করেছে। তারা নিজেদের মাঠে বৃহস্পতিবার চতুর্থ ম্যাচ খেলতে নামছে রাজস্থানের বিরুদ্ধে।
তার আগের দিন রাজস্থানের কোচ দ্রাবিড় বলেন, “দলগুলো যে রকম পিচ চাইছে সে রকম পাচ্ছে কি না, সেটা ঠিক জানি না। তবে সবক’টা দলই নতুন করে তৈরি হয়েছে তাই না? মহা নিলামের পর এ বারই সবাই খেলতে নেমেছে। অনেকেই হয়তো কোনও কোনও মাঠে প্রথম বার খেলছে। তাদের কাছে হয়তো সেটা ঘরের মাঠ নয়।”
আরও পড়ুন:
ব্যাপারটি উদাহরণ দিয়েছে বুঝিয়েছেন দ্রাবিড়। তাঁর কথায়, “ফিল সল্টের মতো ক্রিকেটারকে ধরুন। আগের বছর কেকেআরে ছিল। এ বার বেঙ্গালুরুতে খেলছে। নীতীশ রানা আগে আমাদের দলে ছিল না। এ বার জয়পুর ওর কাছে নতুন মাঠ।”
দ্রাবিড়ের সংযোজন, “মহা নিলামের পর দল পরিবর্তন হলে, শুরুতেই হয়তো ঘরের মাঠের সুবিধা পাওয়া যাবে না। তবে আইপিএলের পরের দিকে দলগুলো নিজেদের শক্তিকে ঘরের মাঠে আরও বেশি কাজে লাগাতে পারবে। হয়তো বিপক্ষ দলকে হারিয়েও দিতে পারবে।”
- ১৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম বার আইপিএল জেতার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ফাইনালে পঞ্জাব কিংসকে ছ’রানে হারিয়েছে বেঙ্গালুরু।
- ট্রফি জেতার পরের দিনই বেঙ্গালুরুতে ফেরেন বিরাট কোহলিরা। প্রিয় দলকে দেখার জন্য প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত ৫০-এরও বেশি। ঘটনাকে ঘিরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে।
-
১১ মৃত্যুর জের, আইপিএল জয়ের উৎসবে কী কী করা যাবে না, শনিবার ঠিক করবে বোর্ড, আর কী কী নিয়ে আলোচনা?
-
‘লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে’! বেঙ্গালুরুতে কোহলিদের উৎসবের আগে সতর্ক করেছিল পুলিশই, তবু কেন এড়ানো গেল না দুর্ঘটনা
-
আইপিএলের শেষ পর্বে ছিলেন না, ভারত-পাক সংঘাত, না কি ‘বিশেষ’ কারণে খেলতে আসেননি স্টার্ক?
-
‘ভিড়ের চাপে স্ত্রীয়ের হাত ছুটে যায়’, পদপিষ্টে প্রিয়জন হারিয়ে কথা বলার ভাষা নেই পরিবারের
-
অফিসে খোলা পড়ে ল্যাপটপ, আরসিবি-র অনুষ্ঠান দেখেই ফিরবেন বলেছিলেন, ফিরে এল তথ্যপ্রযুক্তি কর্মী কামাক্ষীর দেহ