Advertisement
০৮ নভেম্বর ২০২৪
IPL 2021

আইপিএল নয়, পাকিস্তানের লিগেই ক্রিকেট বেশি গুরুত্ব পায়, মত ডেল স্টেনের

আইপিএলে ৯৫টি ম্যাচ খেলেছেন দক্ষিণ আফ্রিকার পেসার। নিয়েছেন ৯৭টি উইকেট।

—ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০২ মার্চ ২০২১ ১৯:০৬
Share: Save:

আইপিএলে নাকি ক্রিকেটটাই বাদ পড়ে যায়। এমনই মত ডেল স্টেনের। এ বারের আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দল পাবে না তাঁকে।

স্টেনের মতে পাকিস্তান এবং শ্রীলঙ্কার লিগে ক্রিকেট অনেক বেশি প্রাধান্য পায় আইপিএলের থেকে। এক সাক্ষাৎকারে স্টেন বলেন, “আমার একটু বেশি সময় প্রয়োজন ছিল। ভেবে দেখলাম আইপিএলের থেকে এই লিগগুলোয় ক্রিকেটাররা অনেক বেশি সময় পায়। আইপিএলে বড় নাম, বড় দল থাকে। টাকার ওপর অনেক বেশি জোর দেওয়া হয়। ক্রিকেটটাই যেন হারিয়ে যায়।”

আইপিএলে ৯৫টি ম্যাচ খেলেছেন দক্ষিণ আফ্রিকার পেসার। নিয়েছেন ৯৭টি উইকেট। ডেকান চার্জার্স, গুজরাত লায়নস, সানরাইজার্স হায়দরাবাদ এবং ব্যাঙ্গালোর দলে খেলেছিলেন স্টেন। ২০১৪ এবং ২০১৫ সালে সব চেয়ে বেশি দাম পেয়েছিলেন স্টেন। সাড়ে ৯ কোটি টাকা দাম পেয়েছিলেন তিনি হায়দরাবাদ দলে।

অন্য বিষয়গুলি:

RCB Dale Steyn IPL 2021
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE