ইডেন গার্ডেন্স। —ফাইল চিত্র
জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে কলকাতায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। যদি কোনও কারণে এই খেলা ভেস্তে যায় তা হলে রবিবার ফাইনালে ভারতের বিরুদ্ধে খেলবে কোন দল?
বৃহস্পতিবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা ২০ শতাংশ। বৃষ্টির কথা মাথায় রেখে সেমিফাইনালের জন্য এক দিন করে রিজার্ভ দিন রাখা হয়েছে। যদি কোনও কারণে বৃহস্পতিবার খেলা না হয়, তা হলে শুক্রবার রিজার্ভ দিন হিসাবে রয়েছে। দু’টি দিনের মধ্যে দু’দলকে অন্তত ২০ ওভার করে ব্যাট করতে হবে। তা হলেই খেলার ফলাফল ঠিক হয়ে যাবে। বৃষ্টিতে ওভার কমলে সেখানে ডাকওয়ার্থ লুইস নিয়ম কাজে আসবে।
যদি কোনও ভাবেই দু’দিন ধরে দু’টি দলের ২০ ওভার করে ব্যাটিং না হয় সে ক্ষেত্রে খেলা ভেস্তে যাবে। যদি খেলা ভেস্তে যায় তা হলে রাউন্ড রবিন পর্বে পয়েন্ট তালিকায় যে দল উপরে ছিল সেই দল ম্যাচ জিতবে। রাউন্ড রবিন পর্বে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া দু’দলেরই পয়েন্ট ছিল ১৪। কিন্তু নেট রানরেটে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া শেষ করেছে তৃতীয় স্থানে। তাই কোনও কারণে খেলা ভেস্তে গেলে রবিবার ভারতের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। বিদায় নেবে অস্ট্রেলিয়া।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy