বিরাট কোহলি। —ফাইল চিত্র।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে একাধিক লজ্জার নজির গড়েছেন ভারতীয় ব্যাটারেরা। তার মধ্যেও দলের পক্ষে সর্বোচ্চ রান করেছেন বিরাট কোহলি। কেপ টাউনে ৪৬ রানের ইনিংসে তিনি টপকে গেলেন পাকিস্তানের দুই প্রাক্তন অধিনায়ককে।
বুধবারের পর টেস্ট ক্রিকেটে কোহলির রান হল ৮৮৩৬। টেস্টে সর্বোচ্চ রানের তালিকায় তিনি উঠে এসেছেন ১৯তম স্থানে। এ দিন ৪৬ রানের ইনিংস খেলে পিছনে ফেলে দিলেন পাকিস্তানের দুই প্রাক্তন অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ এবং ইনজামাম উল হককে। মিয়াঁদাদ ১২৪টি টেস্ট খেলে করেছিলেন ৮৮৩২ রান। ইনজামাম ১২০টি টেস্টে করেন ৮৮৩০ রান। এর আগে সেঞ্চুরিয়নে কোহলি টপকে গিয়েছিলেন ভিভিএস লক্ষ্মণের ৮৭৮১ রান এবং দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্সের ৮৭৬৫ রানের নজির।
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টেস্টে রানের নিরিখে কোহলি রয়েছেন চতুর্থ স্থানে। টেস্ট রানের তালিকায় বিশ্বে শীর্ষে রয়েছেন সচিন তেন্ডুলকর। তিনি ২০০টি টেস্ট খেলে করেছিলেন ১৫৯২১ রান। দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। তিনি ১৬৮টি টেস্টে ১৩৩৭৮ রান করেছিলেন। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার জ্যাক কালিস। তিনি ১৬৬টি টেস্টে করেন ১৩২৮৯ রান। তালিকায় চতুর্থ স্থানে আছেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। ১৬৪টি টেস্ট খেলে দ্রাবিড় করেছিলেন ১৩২৮৮ রান। ভারতীয়দের মধ্যে কোহলির আগে রয়েছেন সুনীল গাওস্কর। ১২৫টি টেস্টে ভারতের প্রাক্তন অধিনায়ক করেছিলেন ১০১২২ রান। তিনিই প্রথম টেস্টে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। টেস্টে রান সংগ্রাহকদের তালিকায় গাওস্করের স্থান এখন ১৩তম।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy