সিরিজ জিতে কলকাতায় পা রাখলেন দ্রাবিড় ফাইল চিত্র।
রাঁচীতে সিরিজ জেতা হয়ে গিয়েছে। এ বার লক্ষ্য ৩-০ করা। সেই লক্ষ্য নিয়ে শনিবার দুপুরে কলকাতায় পা রাখল ভারতীয় ক্রিকেট দল। বিমানবন্দর থেকে হোটেলের পথে রওনা হন ক্রিকেটাররা। শুধু রাহুল দ্রাবিড় হোটেলে যাননি। ভারতীয় দলের নতুন কোচ সোজা ইডেনে চলে যান পিচ দেখতে। রবিবার ইডেনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টি২০ ম্যাচ খেলতে নামবেন রোহিত শর্মারা।
শুক্রবার মহেন্দ্র সিংহ ধোনির শহরে নিউজিল্যান্ডকে সাত উইকেটে হারিয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারত। অর্থাৎ ইডেনে ম্যাচ নিয়মরক্ষার। কিন্তু তাকে কোনও মতেই খাটো করে দেখছে না দল। সিরিজ শুরুর আগেই ভারতের নতুন টি২০ অধিনায়ক রোহিত ও নতুন কোচ রাহুল দ্রাবিড় জানিয়ে দিয়েছেন আগামি বছর অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে তৈরি হচ্ছেন তাঁরা। তাই প্রতিটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ।
সিরিজ জেতা নিশ্চিত হয়ে যাওয়ায় রবিবার দলে বেশ কিছু পরিবর্তন দেখা যেতে পারে। ঈশান কিশন, রুতুরাজ গায়কোয়াড়, আবেশ খানের মতো তরুণরা সুযোগ পেতে পারেন দলে। প্রথম একাদশে জায়গা পেতে পারেন যুজবেন্দ্র চহালও। বিশ্বকাপের কথা মাথায় রেখে সবাইকে দেখে নিতে পারেন কোচ দ্রাবিড়।
ভারতের সঙ্গে শনিবার কলকাতায় পা রেখেছে নিউজিল্যান্ড দলও। সিরিজ আগেই হেরে গিয়েছেন টিম সাউদিরা। রবিবার তাঁদের কাছে সুযোগ কিছুটা সম্মানজনক ভাবে সিরিজ শেষ করা। যদিও আগের দু’ম্যাচের মতো ইডেনেও টস গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy