অনুভূতির কথা জানালেন কোহলি, রোহিতরা। ফাইল ছবি
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে মেলবোর্নে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত। সেই ম্যাচে দেখা গিয়েছিল অদ্ভুত দৃশ্য। জাতীয় সঙ্গীত গাওয়ার সময় প্রায় কেঁদেই ফেলেছিলেন অধিনায়ক রোহিত শর্মা। সেই ভিডিয়ো মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। জাতীয় সঙ্গীতের সময় ঠিক কেমন থাকে অনুভূতি? বিশেষত যখন গোটা স্টেডিয়াম সঙ্গে গায়?
ইংল্যান্ডের ম্যাচের আগে ভারতের ক্রিকেটাররা নিজেদের অনুভূতির কথা জানিয়েছেন। ওপেনার কেএল রাহুল বলেছেন, “মাঠভর্তি দর্শক থাকলে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় শরীরে একটা আলাদা উত্তেজনা তৈরি হয়। সেটা বলে বোঝানো যাবে না। শরীরের ভেতরে আলাদা উত্তেজনার সঞ্চার হয়।”
রোহিতের কথায়, “বিশ্বকাপ প্রথম ম্যাচ খেলতে নেমে যখন গোটা স্টেডিয়ামে জাতীয় সঙ্গীত বাজে এবং পাশে সতীর্থরা থাকে, সেই মুহূর্তের কথা ভোলা যায় না। জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পর আমরা একে অপরের দিকে তাকাই। ৫-৭ সেকেন্ড ধরে কেউ কথা বলতে পারি। কারণ প্রত্যেকেই সেই মুহূর্তটা উপভোগ করে নিতে চাই। প্রতি দিন এ ধরনের অভিজ্ঞতা পাওয়া যায় না। ওটা বিশেষ মুহূর্ত। আশা করি আমার বাকি সতীর্থরা এ ধরনের মুহূর্ত বার বার উপভোগ করতে চাইবে।”
𝙂𝙤𝙤𝙨𝙚𝙗𝙪𝙢𝙥𝙨 guaranteed! 🥹
— Star Sports (@StarSportsIndia) November 10, 2022
Hear Team India's stars explain their feelings while they listen to the one tune that makes the whole nation #BelieveInBlue. pic.twitter.com/yj7cpr3UWj
বিরাট কোহলি এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে আরও বেশি আবেগপ্রবণ। বলেছেন, “ওই সময় যে একতা এবং শক্তি পাই, তা আর কখনও পাই না। আপনি যখন বুঝতে পারেন এতগুলো মানুষ আপনার পিছনে রয়েছে, তখন শরীরের ভিতরে একটা আলাদা শক্তি চলে আসে। বিশ্বকাপ এমনিতেই একটা আলাদা পরিবেশ। আলাদা আবেগ এবং অনুভূতি কাজ করে। সেই ধরনের অভিজ্ঞতার সাক্ষী থাকতে পারা ভাগ্যের ব্যাপার।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy