ওয়ানিন্দু হাসরঙ্গ। —ফাইল চিত্র।
আগামী জুন মাসে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। হাতে এখনও কিছুটা সময় থাকলেও সব দেশই গুরুত্ব দিচ্ছে জাতীয় দলের প্রস্তুতিতে। তেমনই দলের বোলারদের উপযুক্ত প্রশিক্ষণের জন্য শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড দায়িত্ব দিল পাকিস্তানের এক প্রাক্তন ক্রিকেটারকে।
আকিব জাভেদকে জাতীয় দলের জোরে বোলিং কোচ নিযুক্ত করল শ্রীলঙ্কা ক্রিকেট (সে দেশের ক্রিকেট বোর্ড)। শনিবার আকিবের নাম সরকারি ভাবে ঘোষণা করেছে তারা। শ্রীলঙ্কা ক্রিকেটের পক্ষে সিইও অ্যাসলে ডি সিলভা বলেছেন, ‘‘আমরা আকিব জাভেদকে স্বাগত জানাচ্ছি। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর বিশাল অভিজ্ঞতার উপর আমাদের আস্থা রয়েছে। তাঁকে জাতীয় দলের জোরে বোলিং কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত প্রাথমিক ভাবে দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। আশা করছি তাঁর প্রশিক্ষণ এবং পরামর্শে বিশ্বকাপের সময় আমাদের জাতীয় দলের বোলারেরা ভাল ফর্মে থাকবে।’’
এই মুহূর্তে আকিব ব্যস্ত আছেন পাকিস্তান সুপার লিগে। লাহোর ক্যালান্ডার্সের ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশনস পদে রয়েছেন তিনি। দলের প্রধান কোচের দায়িত্বও সামলাচ্ছেন একই সঙ্গে। এর আগে পাকিস্তানের জাতীয় দলের বোলিং কোচ হিসাবে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। সংযুক্ত আরব আমিরশাহি এবং আফগানিস্তানের কোচ হিসাবেও কাজ করেছেন তিনি।
পাকিস্তানের হয়ে আকিব ২২টি টেস্ট এবং ১৬৩টি এক দিনের ম্যাচ খেলেছেন। ১৯৯২ সালে বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ২৩৬টি উইকেট রয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy