বীরেন রায় রোডের লাল রঙের বাড়িটিতে জন্ম সৌরভের। সেখানেই বড় হয়েছেন মহারাজ। ভারতীয় দলের অধিনায়ক হওয়া হোক বা বিসিসিআইয়ের প্রধান হওয়া, সব কিছুরই সাক্ষী ছিল সেই বাড়ি।
০৪১২
সাংবাদিকদের ভিড় জমত সেখানেই। কিছু দিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেও গিয়েছিলেন সেই বাড়িতেই।
০৫১২
লোয়ার রডন স্ট্রিটের বাড়িটি এই মুহূর্ত দোতলা। বেগুনি ফুলের গাছ রয়েছে প্রধান দরজার পাশেই।
০৬১২
সৌরভ বাড়িটি কিনেছেন ব্যবসায়ী অনুপমা বাগরি, তাঁর কাকা কেশব দাস বিনানি এবং তাঁর ছেলে নিকুঞ্জ বিনানির কাছ থেকে।
০৭১২
তবে কবে এই বাড়িতে আসছেন সৌরভ, তা এখনও ঠিক নেই। ৩.৬ কাঠা জমির উপর বাগান-সহ এই বাড়িটি নিজের মনের মতো করে গড়ে তুলতে সৌরভের যথেষ্ট সময় লাগবে।
০৮১২
বেহালার বাড়িতে যেতে হলে সরু রাস্তা পার করে একদম শেষ মাথায় যেতে হত। সৌরভের বাড়িটিই সেই রাস্তার শেষ।