রোহিতরা কেন চিন্তায়? ফাইল ছবি
গত বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল ভারতকে। হারতে হয়েছিল পাকিস্তানের কাছেও। এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় দল ‘সামান্য চিন্তায়’ রয়েছে। এমনই বললেন ঋষভ পন্থ। তবু তাঁর বিশ্বাস, সতীর্থরা ঠিক নিজেদের গুছিয়ে নেবেন এবং প্রতিযোগিতায় ১০০ শতাংশ দেবেন।
এক সাক্ষাৎকারে পন্থ বলেছেন, “বিশ্বকাপের আর কয়েক দিন বাকি। গোটা দলই সামান্য চিন্তায় রয়েছে। একই সঙ্গে এটাও বলতে পারি, দল হিসেবে আমরা ১০০ শতাংশ দেব। নির্দিষ্ট প্রক্রিয়ার উপর জোর দেব। এটাই আমরা করতে পারি।” পন্থের সংযোজন, “আশা করি আমরা ফাইনালে উঠব।”
পন্থ চাইছেন, অস্ট্রেলিয়ায় থাকা ভারতীয়রা পুরোদমে তাঁদের সমর্থন করুন। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ভারত। সেই ম্যাচ হবে মেলবোর্নে। পন্থের আশা, এর থেকে ভাল মাঠ আর হতে পারে না। বলেছেন, “অসাধারণ একটা পরিবেশে খেলতে নামব। এমসিজি বিশ্বের অন্যতম সেরা মাঠ। ভারতীয় দর্শকরাও অনেক বেশি সংখ্যায় আসবেন। যত বেশি সমর্থক আমাদের ম্যাচে আসবেন, তত ভাল খেলব আমরা। প্রত্যেকের সমর্থন আমাদের কাছে গুরুত্বপূর্ণ।”
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০২০-২১ টেস্ট সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন পন্থ। গাব্বায় চতুর্থ টেস্টে দুর্দান্ত খেলে দলকে ম্যাচ এবং সিরিজ জিতিয়েছিলেন। সেই প্রসঙ্গে বলেছেন, “আমার ক্রিকেটজীবনে একটা প্রিয় মুহূর্ত। দলকে শেষ দিনে জেতাতে পেরেছিলাম বলে গর্বিত। ম্যাচটা অসাধারণ ছিল।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy