Advertisement
১৯ সেপ্টেম্বর ২০২৪
Rinku Singh

দলীপ ট্রফিতে ৬০ জনের মধ্যে কেন নেই রিঙ্কুর নাম? নিজেই খুঁজে বার করলেন কেকেআরের ব্যাটার

কিছু দিন আগেই দলীপ ট্রফির প্রথম রাউন্ডের জন্য চারটি দল ঘোষণা করেছে বিসিসিআই। সেখানে নেই রিঙ্কু সিংহের নাম। তবে রিঙ্কু নিজে হতাশ নন। কেন তাঁকে বাদ দেওয়া হয়েছে সেটাও বুঝতে পেরেছেন কেকেআরের ব্যাটার।

cricket

রিঙ্কু সিংহ। — ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৪ ১৭:২৬
Share: Save:

কিছু দিন আগেই দলীপ ট্রফির প্রথম রাউন্ডের জন্য চারটি দল ঘোষণা করেছে বিসিসিআই। চারটি দলে মোট ৬০ জন ক্রিকেটার সুযোগ পেয়েছেন। তবে কোথাও নেই রিঙ্কু সিংহের নাম। তাঁকে কোনও দলেই নেওয়া হয়নি। দল প্রকাশ্যে আসার পরেই জল্পনা শুরু হয়েছিল। তবে রিঙ্কু নিজে হতাশ নন। কেন তাঁকে বাদ দেওয়া হয়েছে সেটাও বুঝতে পেরেছেন কেকেআরের ব্যাটার।

এক চ্যানেলে সাক্ষাৎকারে রিঙ্কু বলেছেন, “ঘরোয়া ক্রিকেটে ইদানীং আমি খুব ভাল খেলতে পারিনি। রঞ্জি ট্রফিতেও খুব বেশি ম্যাচ খেলিনি। বোধহয় ২-৩টে ম্যাচ খেলেছি। সেই ম্যাচগুলোতেও ভাল খেলতে পারিনি। মনে হয় সে জন্যই আমাকে দলীপ ট্রফির দলে নেওয়া হয়নি। আশা করি পরের রাউন্ডের ম্যাচে আমাকে দলে নেওয়া হবে।”

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে এক বছর আগে অভিষেক হয়েছে রিঙ্কুর। তার পর একটানা দেশের হয়ে টি-টোয়েন্টি দলে খেলে চলেছেন। দেশের হয়ে খেলার জন্যই তিনি ঘরোয়া ক্রিকেটে সে ভাবে খেলতে পারেননি।

রিঙ্কু অবশ্য বিশেষ ভাবিত নন। তাঁর মতে, যে সুযোগ পাচ্ছেন তাতেই তিনি খুশি। বলেছেন, “খুব বেশি চিন্তা করি না। যে সুযোগ পাচ্ছি তাতে আমি খুশি। এক দিনের ক্রিকেট বা টেস্ট দলে জায়গা পেলে আমার কাছে সেটা বিরাট গর্বের ব্যাপার হবে। তবে আপাতত হাতের সামনে থাকা সুযোগ কাজে লাগানোর দিকেই জোর দিচ্ছি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rinku Singh Duleep Trophy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE