ঘরের মাঠে ব্যাটিং বিপর্যয় সানরাইজার্স হায়দরাবাদের। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ২৫ বলে ১৩ রানে ৪ উইকেট হারালেন প্যাট কামিন্সেরা। তবু হায়দরাবাদ লড়াই করার মতো জায়গায় পৌঁছোল হেনরিখ ক্লাসেনের ৭১ রানের ইনিংসের সুবাদে। জয়ের জন্য হার্দিক পাণ্ড্যদের সামনে ১৪৪ রানের লক্ষ্য রাখল হায়দরাবাদ।
ট্রেভিস হেড (শূন্য), অভিষেক শর্মা (৮), ঈশান কিশন (১), নীতীশ কুমার রেড্ডি (২) এবং অনিকেত বর্মারা (১২) সাজঘর থেকে ক্রিজ়ে এলেন এবং থিতু হওয়ার আগেই ফিরে গেলেন। দীপক চহর এবং ট্রেন্ট বোল্টের দাপটে ইনিংসের শুরুতেই দিশাহারা দশা হায়দরাবাদের। অথচ খাতায় কলমে এ বারের আইপিএলে অন্যতম বিপজ্জনক ব্যাটিং লাইন আপ কামিন্সদের!
৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা হায়দরাবাদের ইনিংসে অক্সিজেন সরবরাহ করল ক্লাসেনের ব্যাট। দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটার দলের ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিলেন। ২২ গজের অন্য প্রান্তে তাঁকে ভরসা দিলেন অভিনব মনোহর। ক্লাসেন করলেন ৪৪ বলে ৭১ রান। মারলেন ৯টি চার এবং ২টি ছয়। অভিনবের ব্যাট থেকে এল ৩৭ বলে ৪৩ রানের ইনিংস। ২টি চার, ৩টি ছক্কা মারলেন তিনি। শেষ পর্যন্ত হায়দরাবাদ করল ৮ উইকেটে ১৪৩ রান।
আরও পড়ুন:
মুম্বইয়ের সফলতম বোলার ট্রেন্ট ২৬ রানে ৪ উইকেট নিলেন। চহর ২ উইকেট নিলেন ১২ রান খরচ করে। ৩৯ রানে ১ উইকেট জসপ্রীত বুমরাহের। হার্দিক ১ উইকেট নিলেন ৩১ রান খরচ করে।
- ১৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম বার আইপিএল জেতার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ফাইনালে পঞ্জাব কিংসকে ছ’রানে হারিয়েছে বেঙ্গালুরু।
- ট্রফি জেতার পরের দিনই বেঙ্গালুরুতে ফেরেন বিরাট কোহলিরা। প্রিয় দলকে দেখার জন্য প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত ৫০-এরও বেশি। ঘটনাকে ঘিরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে।
-
১১ মৃত্যুর জের, আইপিএল জয়ের উৎসবে কী কী করা যাবে না, শনিবার ঠিক করবে বোর্ড, আর কী কী নিয়ে আলোচনা?
-
‘লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে’! বেঙ্গালুরুতে কোহলিদের উৎসবের আগে সতর্ক করেছিল পুলিশই, তবু কেন এড়ানো গেল না দুর্ঘটনা
-
আইপিএলের শেষ পর্বে ছিলেন না, ভারত-পাক সংঘাত, না কি ‘বিশেষ’ কারণে খেলতে আসেননি স্টার্ক?
-
‘ভিড়ের চাপে স্ত্রীয়ের হাত ছুটে যায়’, পদপিষ্টে প্রিয়জন হারিয়ে কথা বলার ভাষা নেই পরিবারের
-
অফিসে খোলা পড়ে ল্যাপটপ, আরসিবি-র অনুষ্ঠান দেখেই ফিরবেন বলেছিলেন, ফিরে এল তথ্যপ্রযুক্তি কর্মী কামাক্ষীর দেহ