Advertisement
E-Paper

জাডেজা, সুন্দরের করে দেওয়া সুবিধা কাজে লাগাতে ব্যর্থ ভারত, কিউয়িদের ম‍্যাচে ফেরাল কোহলিদের ব‍্যর্থতা

নিজেদের দোষেই তৃতীয় টেস্টের প্রথম দিনের শেষে চাপে ভারতীয় দল। জাডেজা, ওয়াশিংটনেরা নিউ জ়িল্যান্ডকে ২৩৫ রানে আটকে রাখলেও লাভ হল না। কোহলিদের ব্যর্থতা লড়াইয়ে ফেরাল লাথামদের।

picture of virat kohli

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৪ ১৭:০৯
Share
Save

ওয়াংখেড়ের ২২ গজে প্রথম দিন থেকে বল ঘুরুক চায়নি ভারতীয় শিবির। গৌতম গম্ভীর, রোহিত শর্মারা নাকি পিচ প্রস্তুতকারীকে অনুরোধও করেছিলেন। ভারতীয় শিবির ফরমায়েশ করে থাকলেও তা মানেননি পিচ প্রস্তুতকারক। মুম্বই টেস্টের প্রথম দিন থেকেই বল ঘুরছে। প্রত্যাশার থেকে অনেকটা বেশিই ঘুরছে। প্রথম দিনের ২২ গজেই বিপজ্জনক হয়ে উঠেছেন রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দরেরা। এই পিচেই চতুর্থ ইনিংসে ব্যাট করতে হতে পারে রোহিতদের। সেই আশঙ্কা তৈরি হল প্রথম দিনই। দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে চাপে ভারতীয়েরা। দিনের শেষ দিকে ৭ বলে ৩ উইকেট হারিয়েছেন রোহিতেরা।

এ বারের ভারত সফরে প্রথম বার নিউ জ়িল্যান্ডকে সাধারণ মনে হল মুম্বইয়ে। ২৩৫ রান শেষ হয়ে গেল তাদের ইনিংস। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন টম লাথাম। কিন্তু উইল ইয়ং এবং ড্যারিল মিচেল ব্যাট হাতে দলের হাল না ধরলে বড় সমস্যায় পড়তে পারত সফরকারীরা। পাঁচ নম্বরে নামা মিচেলের ৮২ এবং তিন নম্বরে নামা ইয়ংয়ের ৭১ রানের ইনিংস বাদ দিলে নিউ জ়িল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রান লাথামের ২৮। জাডেজা, ওয়াশিংটনের বল সামলাতে পারলেন না কিউয়ি ব্যাটারেরা। বল ঘুরল তো বটেই। ভারতীয় স্পিনারেরা প্রতিপক্ষের ব্যাটারদের বিভ্রান্ত করলেন লাইন-লেংথের পরিবর্তন করে। বলের ‘ফ্লাইট’ পরিবর্তন করে। উইকেট না পেলেও চাপ রেখেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁকে সাবধানে খেলতে গিয়ে আরও চাপে পড়ে যায় নিউ জ়িল্যান্ডের ব্যাটারেরা। তাতে অবশ্য জাডেজা এবং ওয়াশিংটনের কৃতিত্ব কমার সুযোগ নেই। ৬৫ রানে ৫ উইকেট নিলেন জাডেজা। ৮১ রানে ৪ উইকেট ওয়াশিংটনের। তবে দু’জনে মিলে আটটি ‘নো’ বল করেছেন। ওপেনার ডেভন কনওয়েকে (৪) আউট করেন আকাশ দীপ।

ধারাবাহিক ভাবে উইকেট হারিয়েছে নিউ জ়িল্যান্ড। প্রয়োজনীয় বড় জুটি তৈরি করতে পারেননি সফরকারীরা। রোহিতেরাও রাশ আলগা হতে দেননি। সব মিলিয়ে নিউ জ়িল্যান্ডকে আটকে রাখা গিয়েছে কম রানের মধ্যে। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ ভারত। দিনের শেষে রোহিতদের রান ৪ উইকেটে ৮৬। সাজঘরে ফিরে গিয়েছেন রোহিত (১৮), যশস্বী জয়সওয়াল (৩০)। নৈশপ্রহরী হিসাবে নামা মহম্মদ সিরা‌জ (শূন্য) উইকেট উপহার দিলেন প্রতিপক্ষকে। এলবিডব্লিউ হলেন অজাজ পটেলের বলে। নষ্ট করলেন একটি রিভিউও। অবিবেচকের মতো রিভার্স সুইপ করতে গিয়ে উইকেট দিলেন যশস্বীও। দায়িত্বজ্ঞানহীনের মতো খুচরো রান নিতে গিয়ে দলকে আরও সমস্যায় ফেললেন বিরাট কোহলি (৪)। ৩ উইকেট পড়ে যাওয়ার পর ম্যাট হেনরির হাতে বল দিয়ে দৌড়ে দ্রুত এক রান নেওয়ার চেষ্টা করেন কোহলি। হেনরি শর্ট লং অন থেকে সরাসরি উইকেট ভেঙে দেন। টেস্ট ক্রিকেটের প্রথম দিন এ ভাবে ঝুঁকিপূর্ণ খুচরো রান নেওয়া অপরাধের সমান। অথচ কোহলি ঠিক সেটাই করলেন! দিনের শেষে ২২ গজে আছেন শুভমন গিল (৩১) এবং ঋষভ পন্থ (১)।

ভারতের বেহাল দশার জন্য কিউয়ি বোলারদের কৃতিত্বের থেকেও বড় কারণ ভারতীয় ব্যাটারদের খারাপ সিদ্ধান্ত। অজাজ ৩৩ রানে ২ উইকেট নিয়েছেন। ভারতীয় দলের কোচের মুখ দিনের শেষে আরও গম্ভীর হতে পারে। কারণ শনিবার সকালে আরও একটা টেস্ট বাঁচানোর লড়াই শুরু করতে হবে রোহিতদের। প্রথম দিনের শেষে ১৪৯ রানে পিছিয়ে ভারতীয় দল।

New Zealand tour of India 2024 Test Series Rohit Sharma Virat Kohli

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}