এখনই হাল ছাড়তে নারাজ গত বারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। প্রথম আটটি ম্যাচের পাঁচটিতে হারার পরও লিগ পর্বে প্রথম চার দলের মধ্যে শেষ করার ব্যাপারে আশাবাদী কেকেআর শিবির। ইডেন গার্ডেন্সে পঞ্জাব কিংসের মুখোমুখি হওয়ার আগের দিন সাংবাদিকদের সামনে এমনই দাবি করলেন অলরাউন্ডার মইন আলি।
শুক্রবার ইংল্যান্ডের ক্রিকেটার বলেছেন, ‘‘অবশ্যই আমাদের প্লে-অফে যাওয়ার সুযোগ রয়েছে। মুম্বইয়ের শুরুটা ভাল হয়নি। অথচ টানা চারটি ম্যাচ জিতে ওরা ভাল জায়গায় চলে এসেছে। আমাদেরও তেমন মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে। এখন প্রতিযোগিতার মাঝামাঝি। বাকি ম্যাচগুলির অধিকাংশ আমাদের জিততে হবে। আমাদের দলের সেই ক্ষমতা আছে। নিজেদের প্রতি বিশ্বাস এবং দৃঢ়তা রাখতে হবে।’’
পঞ্জাবের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৩৩ রানে শেষ আট উইকেট হারিয়েছিল কেকেআর। শ্রেয়স আয়ারের দলের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়ের মাসুল দিতে হয়েছিল অজিঙ্ক রাহানেদের। সে প্রসঙ্গে মইন বলেছেন, ‘‘আমরা ৩০ বা ৪০ মিনিট খুব খারাপ খেলেছিলাম সেই ম্যাচে। যুজবেন্দ্র চহল পার্থক্য গড়ে দিয়েছিল। সে দিন ও দারুণ বল করেছিল। চহলের বল আমরা খেলতে পারিনি। বার বার ও রকম হবে না। আশা করি এ বার আমরা ভুল করব না। চহল নিঃসন্দেহে খুব ভাল বোলার। ওই ম্যাচটার আগে চহল কিন্তু ফর্মে ছিল না। উইকেট পাচ্ছিল না। আত্মবিশ্বাস অনেক কিছু বদলে দিতে পারে। আমাদের ইতিবাচক ভাবনা নিয়ে খেলতে হবে।’’
আরও পড়ুন:
প্রতি ম্যাচে সুযোগ পাচ্ছেন না ইংল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডার। তা নিয়ে খুব আক্ষেপ নেই তাঁর। মইন বলেছেন, ‘‘সত্যি বলতে আমার বয়স যদি কম হত এবং নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট খেলতাম, তা হলে হয়তো মেনে নেওয়া একটু কঠিন হত। তবে এটা মানসিকতার ব্যাপার। প্রতিটি ম্যাচ খেলব ধরে নিয়েই আমি প্রস্তুতি নিই। যাতে বললেই মাঠে নামতে পারি। প্রচুর ম্যাচ খেলার সুযোগ পাব, এমন প্রত্যাশা নিয়ে আসিনি। তবু চারটি ম্যাচ খেলে ফেলেছি। আমার তো ইতিবাচকই মনে হচ্ছে ব্যাপারটা।’’
- ১৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম বার আইপিএল জেতার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ফাইনালে পঞ্জাব কিংসকে ছ’রানে হারিয়েছে বেঙ্গালুরু।
- ট্রফি জেতার পরের দিনই বেঙ্গালুরুতে ফেরেন বিরাট কোহলিরা। প্রিয় দলকে দেখার জন্য প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত ৫০-এরও বেশি। ঘটনাকে ঘিরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে।
-
১১ মৃত্যুর জের, আইপিএল জয়ের উৎসবে কী কী করা যাবে না, শনিবার ঠিক করবে বোর্ড, আর কী কী নিয়ে আলোচনা?
-
‘লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে’! বেঙ্গালুরুতে কোহলিদের উৎসবের আগে সতর্ক করেছিল পুলিশই, তবু কেন এড়ানো গেল না দুর্ঘটনা
-
আইপিএলের শেষ পর্বে ছিলেন না, ভারত-পাক সংঘাত, না কি ‘বিশেষ’ কারণে খেলতে আসেননি স্টার্ক?
-
‘ভিড়ের চাপে স্ত্রীয়ের হাত ছুটে যায়’, পদপিষ্টে প্রিয়জন হারিয়ে কথা বলার ভাষা নেই পরিবারের
-
অফিসে খোলা পড়ে ল্যাপটপ, আরসিবি-র অনুষ্ঠান দেখেই ফিরবেন বলেছিলেন, ফিরে এল তথ্যপ্রযুক্তি কর্মী কামাক্ষীর দেহ